Russia Ukraine War: যুদ্ধের মধ্যেও মানবতার নজির গড়লেন এই যুগল
যুদ্ধের পোশাকে করলেন বিয়ে, প্রশংসা কুড়োলেন নেটিজেনদের
দেশ যুদ্ধে বিধ্বস্ত। রুশ সেনার আক্রমণে ছারখার দেশের বিভিন্ন প্রান্ত। প্রাণপণে ইউক্রেনের (Ukraine) সেনা রুশ সেনাবাহিনীর মোকাবিলা করে চলেছে। এর মধ্যেই সম্প্রতি একটি ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দুই ইউক্রেনের সেনার বিবাহ বন্ধনের সুমধুর চিত্র প্রকাশ্যে এসেছে।
এগারো দিন যুদ্ধ অতিক্রান্ত। দু'পক্ষের বহু সেনার প্রাণহানির ঘটনা ঘটেছে। তার মধ্যেই দু'জন সেনা রবিবার বিবাহ করেছেন। ১১২ নম্বর ব্রিগেডের দুই যোদ্ধা লেসা এবং ভেলেরি বিবাহ করেছেন। যুদ্ধের মধ্যেও এমন ঘটনায় নেটিজেনদের কাছে প্রশংসার বন্যা। এই ঘটনা তো শান্তির বার্তা দেয়। চারদিকে রক্ত, হিংসার মধ্যেও এই দুই প্রেমিক যুগলের ঘটনা মানুষের চোখে জল এনে দিয়েছে।
এই প্রথম নয়। এর আগেও আর এক যুগল ক্লেভেত এবং নাতালিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যুদ্ধের পোশাক পরে কতজনই-বা এমন কাজ করতে পারেন, বলছেন নেটিজেনদের একাংশ।