কুমিল্লার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন 'পাগল' বা 'ভবঘুরে' নয়, দাবি পুলিশের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2021   শেষ আপডেট: 02/11/2021 6:13 p.m.
সহিংসতা বিরোধী কনসার্ট facebook.com/Journal.com.bd

অপরাধ লঘু করতেই ইকবালকে 'পাগল' বলা হয়েছিল!

এখনও মেটেনি বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসা। ক্ষত রয়েছে মানুষের মনে। নানান অশান্তি, নানান দাঙ্গার পর অবশ্য জানা গেছে, বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার ঘটনার পিছনে কোনও হিন্দু নয়। বরং এমন জঘন্য ঘটনার মূলে ছিলেন ইকবাল হোসেন। এমন ঘটনা সামনে আসতেই, রব ওঠে "ইকবাল হোসেন ভারসাম্যহীন এক ভবঘুরে"। অনেকের অবশ্য অভিযোগ ছিল, অপরাধ লঘু করতেই এই দাবি করা হচ্ছে।

এবার বাংলাদেশের তদন্তকারী পুলিশের তরফে এই বিষয়ে দাবি করা হল যে ধৃত ইকবাল 'পাগল বা ভবঘুরে নয়'।

সূত্রের খবর, পুলিশি হেফাজতে থাকাকালীন ইকবালকে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির তদন্তকারী অফিসাররা। ইকবালের সমস্ত উত্তরের প্রেক্ষিতে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান আঞ্চলিক সংবাদমাধ্যমকে জানান, জেরায় ইকবাল অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। ইকবাল হোসেনকে পাগল ও ভবঘুরে বলা হলেও সেটা সত্যি না।