পাকিস্তানকে ৪৫ মিলিয়ন 'মেড ইন ইন্ডিয়া' করোনা ভ্যাকসিন ডোজ পাঠাবে ভারত

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/03/2021   শেষ আপডেট: 10/03/2021 1:23 a.m.
-

কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের ঘোষণায় হলো সমস্ত জল্পনার অবসান।

ভারত এবারে পাকিস্তানকে সরবরাহ করতে চলেছে ৪৫ মিলিয়ন করোনা ভ্যাকসিন এর ডোজ। এই ভ্যাকসিন তাদের দেবে GAVI, ভ্যাকসিন অ্যালায়েন্স। সূত্রের খবর অনুযায়ী, জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ ভারত হয়ে উঠেছিল বিশ্বের অন্যতম বড় রাষ্ট্র যারা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা শুরু করেছিল। সেই সময়ে ভারত প্রতিবেশী দেশ গুলিকে বিনামূল্যে বেশকিছু ভ্যাকসিন পাঠিয়েছিল। ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আগেই জানিয়েছিলেন ইতিমধ্যেই ভারতের কাছে ২২টি দেশ করোনা ভ্যাকসিনের আবেদন জানিয়েছে। এবং ইতিমধ্যেই ১৫ দেশে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, ২২ টি দেশের মধ্যে ১৫ দেশে ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই প্রতিবেশী দেশের কাছে ৫৬ লক্ষ ডোজ পাঠিয়ে দিয়েছে সাহায্য হিসেবে। এছাড়াও ১০৫ লক্ষ ডোজ পাঠানো হয়েছে চুক্তি মারফত। এবারে আসতে চলেছে পাকিস্তানের পালা। এবারে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানে পাঠাবে ৪৫ মীলিয়ন করোনা ভ্যাকসিন এর ডোজ। সরকারের তরফে আপাতত দুটি করোনা ভ্যাকসিন কে গ্রহণযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। একটি হলো কোভিশিল্ড এবং আরেকটি হলো কো-ভ্যাকসিন।