ভিডিওবার্তায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প
আইন লঙ্ঘনকারী দাঙ্গাবাজরা আমেরিকান নয় : ট্রাম্প
ক্যাপিটলে ট্রাম্প সমর্থনকারীদের বিক্ষোভ সহ খুনের ঘটনায় গোটা বিশ্বের নিন্দার কেন্দ্রে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই সঙ্গে স্যোশাল মিডিয়ায় উস্কানি ও বিদ্বেষমূলক বাক্য ব্যবহারের জন্য ফেসবুক ও টুইটার থেকে লক করা হয়েছে তার অ্যাকাউন্ট এবং বয়কটের ডাক উঠেছে বিশ্বব্যাপী। ট্রাম্প প্রশাসনের অনেকেই ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন নিজেদের নির্ধারিত পদ থেকে। কোনঠাসা অবস্থায় অবশেষে সুর নরম করে ভিডিও মারফত শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প।
হামলাকারীরা অর্থাৎ যারা হিংসাত্মক হয়ে উঠেছে তারা আমেরিকার প্রতিনিধি হতেই পারেননা, এমনটাই দাবি ট্রাম্পের। আরো বলেন, এই নির্বাচন হাড্ডাহাড্ডি হয়েছিল তাই এখনো উত্তেজনা কাটিয়ে উঠতে পারেননি অনেকেই, তবে এবার শান্ত হবার সময় এসেছে। যারা ওই বিল্ডিংয়ে ক্ষতি করেছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। আগামী ২০ শে জানুয়ারি প্রশাসনিক কাজ শুরুর আগে বাইডেনের হাতে মসৃণভাবে ক্ষমতা হস্তান্তর করে সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিতে চান তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইন অমান্যের অপরাধে একাধিক মামলা করতে ইচ্ছুক ট্রাম্প। আগামী সময়ে আবার নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছাও ইঙ্গিতে জিইয়ে রাখলেন তিন মিনিটের ওই ভিডিও বার্তায়।