ক্ষমতায় আসলে টেট পরীক্ষা নিয়ে তদন্ত কমিশন বসাবো, দাবি দিলীপের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/02/2021   শেষ আপডেট: 18/02/2021 6:40 a.m.
-

একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়ে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে।

যদি আমরা ক্ষমতায় আসি তাহলে টেট পরীক্ষায় নিয়োগ নিয়ে আমরা তদন্ত কমিশন বসাবো। সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের দাবি জানিয়ে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি বেলা ১২ টা নাগাদ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হবে। এই মিছিলে যোগ দেবেন শিক্ষক, পার্শ্বশিক্ষক সকলেই। দিলীপ ঘোষ আরো বলেছেন, "রাজ্য সরকারের জারি করা মেধাতালিকায় কোনরকম স্বচ্ছতা নেই। শুধুমাত্র সেখানে জানিয়ে দেওয়া হয়েছে প্রার্থী কোয়ালিফাইড কিনা। কোন মেধার ভিত্তিতে এই ১৬,৫০০ জনকে চাকরি দেওয়া হল? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।"

পাশাপাশি, প্রশ্ন ভুল থাকার কারণে যে মামলা চলছিল তার রায় বের হয়নি বলে দাবি করেছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ আরো অভিযোগ করেছেন, "সম্ভবত মার্চ মাসে এই মামলার রায় বের হবে। কিন্তু যারা মামলা করেছিলেন, তাদের নাম আবার এই তালিকায় বেরিয়ে গেছে। এই চাকরি দেওয়ার নাম করে তৃণমূল সরকারের কিছু নেতা মন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গোটা বাংলা জুড়ে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা টাকা ঘুষ নেওয়া হচ্ছে। কোন ক্যাটাগরিতে কত নিয়োগ হচ্ছে সেটাই এখনো পরিষ্কার নয়। এই তালিকা সম্পূর্ণ অসচ্ছ। পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে হবে। সব চুক্তিভিত্তিক নিয়োগ অসচ্ছ। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নন এমন প্রার্থীদের গ্রহণ করা হয়েছে চাকরিতে। ক্ষমতায় আসার পরে ২০২১ সালে টেট পরীক্ষা নিয়ে আমরা তদন্ত কমিশন বসাবো।"