মাঝরাতে ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, চেতলার ঘটনা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/04/2021   শেষ আপডেট: 09/04/2021 10:56 a.m.
তৃণমূল-বিজেপি

তৃণমূল বিজেপি সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, রণক্ষেত্র খাস কলকাতার চেতলায়

রাত ফুরালেই চতুর্থ দফা নির্বাচন। এখনও চার চার দফা বাকি। এর মধ্যে বিজেপি তৃণমূল দুই যুযুধান শক্তির একে অপরের বিরুদ্ধে আক্রমণ যেন নিত্য দিনের ঘটনা হয়ে উঠেছে। গ্রামবাংলা ছেড়ে এবার খোদ শহর কলকাতায় ছড়িয়ে পড়ল সেই ঘটনা। তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র চেতলা মোড়। দফায় দফায় দু দলের আক্রমণে কার্যত গোটা এলাকা অবরুদ্ধ। অভিযোগ পাল্টা অভিযোগে খাস কলকাতায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের একটি ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে। দুই দলের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকায় বিজেপির একটি ফ্লেক্স ছেঁড়া হয়। গেরুয়া শিবির থানায় অভিযোগ দায়ের করতে যাওয়ার পথে উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করতে করতে মুখোমুখি চলে আসেন। তাতে দুই পক্ষের মধ্যে কটাক্ষ, আক্রমণ চলতে থাকে। সেই আক্রমণ হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। মাঝরাতে দুই দলের এহেন কার্যকলাপে এলাকার মানুষ বিস্মিত। তাঁদের প্রশ্ন খাস কলকাতায় সামান্য ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে এমন দৃশ্য হলে গ্রামাঞ্চলে তাহলে কী হচ্ছে?

এই ঘটনায় বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ অভিযোগ করেছেন, "প্রায় ২৫০ জন ছেলে মিলে হামলা চালায়। মহিলাদের ধর্ষণের হুমকিও দেওয়া হয়। মহিলারা রুখে না দাঁড়ালে ভয়ংকর কিছু হতে পারত।" অন্যদিকে তৃণমূলের অভিযোগ বহিরাগত এনে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি। খাস কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ঘটনায় কার্যত বিস্মিত রাজনৈতিক মহল।