থামল লড়াই। প্রয়াত বিশিষ্ট অভিনেতা পার্থসারথি দেব (Partha Sarathi Deb)। শুক্রবার (২২ মার্চ) রাত ১১.৫০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক মাসেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় ভুগছিলেন। সেইসঙ্গে ধরা পড়েছিল বুকে সংক্রমণ আর নিউমোনিয়াও। সপ্তাহখানেক আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। অভিনেতার প্রয়াণে ভেঙে পড়েছে বাংলা বিনোদন দুনিয়া।
প্রায় ৪০ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে জড়িয়ে ছিলেন পার্থসারথি দেব। প্রায় ২০০টিরও বেশি ছবিতে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি মেগাতেও দেখা গিয়েছে বারংবার। সম্প্রতি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'রক্তবীজ' ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘদিন 'আর্টিস্ট ফোরামে'র সহ-সভাপতির পদেও ছিলেন পার্থসারথি দেব।
আর্টিস্ট ফোরামের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার বেলা বারোটার সময় মরদেহ আনা হবে টেকনিশিয়ানস স্টুডিওতে। সেখানেই জানানো হবে শেষ শ্রদ্ধা।