"আপনি বাঙালির লজ্জা", বিজেপিতে যোগ দিয়ে ট্রোলের মুখে মিঠুন চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/03/2021   শেষ আপডেট: 07/03/2021 9:31 p.m.
বিজেপিতে মিঠুন twitter@bjp4bengal

দিলীপ ঘোষের হাত ধরে আজ পদ্মশিবিরে অভিনেতা মিঠুন চক্রবর্তী

দীর্ঘদিন জল্পনার পর অবশেষে গেরুয়া সৈনিক হলেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী। এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবত তার বাসভবনে গেলে তার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। তারপর আজ অর্থাৎ রবিবার ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগদান করেছেন। তবে বিজেপিতে যোগদান করে নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। কারণ মিঠুন চক্রবর্তী ইতিমধ্যে সব ঘাট থেকে একবার করে জল খেয়েছেন। আসলে প্রথমে মিঠুন চক্রবর্তী সক্রিয়ভাবে সিপিএম করতেন। তারপর মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে রাজ্যসভার সদস্য হয়েছিলেন তিনি। আবার মাঝে থাকে শিবসেনার ছত্রছায়ায় দেখা গিয়েছিল। এবার সবকিছু ছেড়ে বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মিঠুন চক্রবর্তী গেরুয়া সৈনিক হলেন। তার এত দলবদল নিয়ে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

মিঠুন চক্রবর্তী আজ দিলীপ ঘোষ ও কৈলাস বিজয়বর্গীয়র হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। গেরুয়া শিবিরে যোগদান করে তিনি বলেছেন, "আমি গর্বিত আমি বাঙালি।" আর এই কথাতেই তাকে তীব্র টোলের মুখে পড়তে হয়। নেটিজেনদের একাংশ তাকে বিদ্রুপ করে লিখেছে, "তিনি বাঙালি হলেও গুজরাটি গর্বে গর্বিত। আবার অনেকে লিখেছে তিনি মহাগুরু হতে পারেন, কিন্তু তিনি বাংলার লজ্জা। আবার অনেকে কবিতার সুরে লিখেছে, আমি ধান্দাবাজী বাঙালি। প্রথমে বাম, তারপর তৃণমূল, এখন বিজেপি। লজ্জা!! এরাই তো বাঙালির লজ্জা।"