KMC Election : পঞ্চাশটিরও বেশি আসনে এগিয়ে TMC, পাঁচ আসনে BJP

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/12/2021   শেষ আপডেট: 21/12/2021 12:22 p.m.
-

নির্বাচনের আগেই হেরে বসে আছে বিরোধীরা : ফিরহাদ হাকিম

আজ কলকাতা পুরভোটের (KMC Poll Result 2021) ফল ঘোষণা। কলকাতার ১১টি কেন্দ্রে কড়া নিরাপত্তায় চলছে গণনা। হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে স্ট্রং রুম এবং গণনাকেন্দ্রেও রয়েছে সিসি ক্যামেরার (CC Camera) নজরদারি। দুপুরের আগেই স্পষ্ট হয়ে যাবে, কার দখলে কলকাতা পুরসভা (Kolkata Municipal)।

এখনও পর্যন্ত ৫৬টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল (Trinamool Congress)। পাঁচটি আসনে এগিয়ে বিজেপি (BJP)। তবে গণনা এখনও শেষ হয়নি। প্রসঙ্গত, এবারে পুরভোটে (KMC Election 2021) রক্ত ঝরেছে কলকাতায়। শিয়ালদহে বোমার আঘাতে জখম ভোটার। চোখে এসেছে সিসিটিভি বন্ধের ছবি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এনে জেলায় জেলা বিক্ষোভও দেখান বিজেপি-কর্মী সমর্থকরা। 

উল্লেখ্য, গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকবেন মোট ৩ হাজার পুলিসকর্মী। যার মধ্যে আধিকারিক রয়েছেন ১ হাজার। প্রতি কেন্দ্রেই মোতায়েন থাকবেন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। নিরাপত্তায় থাকছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিস। নজরদারি চলছে ড্রোনের সাহায্যেও। সমস্ত গণনা কেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা।

এর মধ্যেই জয়ের হাসি হাসতে হাসতেই মন্তব্য ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। মঙ্গলবার সকালে গণনা শুরু হওয়ার কিছুক্ষন আগেই আলিপুরের হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে পৌছান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন, তাঁর মেজ মেয়ে সুপারভাইজার এবং অন্য দুই মেয়ে রয়েছে কাউন্টিং এজেন্ট হিসেবে। এর সঙ্গেই ফিরহাদের মন্তব্য, "সবাই আগে থেকেই যানেন যে চারিদিকে তৃণমূল কংগ্রেস জিতবে। ফলত খুব বেশি রেষারেষি নেই। নির্বাচনের আগেই হেরে বসে আছে বিরোধীরা।"