মুখ্যমন্ত্রীর হাতে আঁকা দুর্গা, এবার সংরক্ষণ হবে ২১ পল্লী দুর্গোৎসব কমিটিতে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/10/2021   শেষ আপডেট: 18/10/2021 12:28 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial

যে চক দিয়ে মুখ্যমন্ত্রী ছবিটি এঁকেছিলেন সেটি সংরক্ষণ করতে ব্যবহার করা হচ্ছে রাসায়নিক

গান গাওয়া কিংবা লেখা, আবার ছবি আঁকা হোক কিংবা ফুটবল খেলা। সবেতেই বেশ আগ্রহী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আঁকা ছবি নিয়ে চর্চার শেষ নেই। এ কথা সকলেরই জানা। তবে এবার মুখ্যমন্ত্রীর আঁকা ছবিকে প্রাধান্য দিল ২১ পল্লী দুর্গোৎসব কমিটি। জানা গিয়েছে, মহালয়ার পরের দিন পুজোর উদ্বোধনে এসে বালিগঞ্জ ২১ পল্লী দুর্গোৎসব কমিটিতে স্লেটে চক দিয়ে একটি দেবী দুর্গার ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী। ওই পুজো মন্ডপের সামনেই এই ছবিটি ছিল। যা পুজোর দিনগুলিতে হয়ে উঠেছিল মূল আকর্ষণ।

বর্তমানে পুজো শেষ হতে ছবিটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে কমিটির সম্পাদক মলয় বিশ্বাস এক সংবাদমাধ্যমকে বলেন, "স্লেট চক-পেন্সিলে আঁকা ছবিটি যাতে ঠিকঠাক থাকে, তার সব রকম ব্যবস্থা করা হচ্ছে। যে চক-পেন্সিলটি দিয়ে মুখ্যমন্ত্রী ছবিটি এঁকেছিলেন সেটিও যাতে নষ্ট হয়, তার জন্য একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে সংরক্ষণ করা হবে। পরে সেটি ফ্রেমে বাঁধানো হবে।"

আর সেই মতোই আপাতত যত তাড়াতাড়ি সম্ভব স্লেটে মুখ্যমন্ত্রীর আঁকা ছবিটি সংরক্ষণের কাজ শুরু করতে চায় ২১ পল্লী পুজো কমিটি।