বিজেপি পার্টি অফিসে ভাঙচুর ও বোমাবাজি বেলেঘাটায়, সন্দেহের তীর তৃনমূলের দিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/02/2021   শেষ আপডেট: 17/02/2021 5:19 p.m.
তৃণমূল-বিজেপি

বেলেঘাটার চড়কডাঙায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর ও বোমাবাজির খবর সামনে এসেছে

একুশে নির্বাচন যতই দোরগোড়ায় এসে উপস্থিত হচ্ছে ততোই রাজ্যজুড়ে খবরের শিরোনামে আসছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ও কোথাও কোথাও রাজনৈতিক হিংসা। এবার শহর কলকাতার বেলেঘাটার চড়কডাঙায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর ও বোমাবাজির খবর সামনে এসেছে। গেরুয়া শিবিরের দাবি এই ঘৃণ্য কাজ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। তাদের অভিযোগ, সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়েছিল। তারপর পার্টি অফিস দখল করার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। পুলিশের সামনে বোমাবাজি করে তারা। ঘটনায় এক বিজেপি কর্মী জখম হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটার কবি সুকান্ত সারানি এলাকায় এক বাসিন্দার বাড়ির সামনের অংশ বিজেপি পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয়। জানা গিয়েছে আগে ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেস করতেন। কিন্তু বর্তমানে দলবদলে হাওয়াতে গা ভাসিয়ে তিনি এখন বিজেপি কর্মী। আর তার বাড়ির সামনের অংশ এখন বিজেপি পার্টি অফিস হিসেবে ব্যবহার করা হয়। এই ঘটনায় বেশ জখম হন উত্তর কলকাতার বিজেপির সাধারণ সম্পাদক শরদকুমার সিং। তিনি ঘটনা প্রসঙ্গে বলেছেন, "তৃণমূলের গুন্ডাবাহিনী ভাবছে আমাদের রক্তাক্ত করে দমিয়ে দেওয়া যাবে। কিন্তু পারবে না। খুন করুক, তবু ভয় পাই না আমরা।" ঘটনার পর বেলেঘাটা কবি সুকান্ত সরণি এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। সেখানে ইতিমধ্যেই লালবাজারে রিজার্ভ ফোর্স ডেপুটি কমিশনার পদের অফিসাররা পৌঁছে গিয়েছে।