পিছিয়ে গেল নিম্নচাপ! পুজোয় হবে না বৃষ্টি, জানাল আলিপুর আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/10/2021   শেষ আপডেট: 11/10/2021 6:53 p.m.

মহাষষ্ঠীর দিন থেকেই রাজ্য থেকে বিদায় নিতে শুরু করল বর্ষা

যে হারে এবার রাজ্যেবাসী এবার বৃষ্টির মুখ দেখেছিল, তাতে পুজোর মজা মাটি হওয়ার ভয় ছিল অনেকের। তবে এখনও পর্যন্ত তা হয়নি। তবে আবহাওয়া দফতর বারবার বৃষ্টির পূর্বাভাস দিয়ে এসেছিল। তবে দর্শনার্থীদের চিন্তার কারণ নেই। মহাষষ্ঠীর দিনেই আলিপুর আবহাওয়া দফতর শোনাল খুশির খবর, এখনই তৈরি হচ্ছে না নিম্নচাপ, কারণ পিছিয়ে গেল নিম্নচাপ তৈরির সময়। ফলে দশমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে।

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে বইতে পারে ঝোড়ো হাওয়াও। প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। এবং পুজোয় এর প্রভাব পড়তে পারে বেশ ভালোই।

তবে এই কথাই পাল্টে আজ সংবাদমাধ্যম সূত্রের খবর, আলিপুর আবহাওয়া দফতর জানান দিচ্ছে, আপাতত আরও দু’দিন ঘূর্ণাবর্ত থাকছে উত্তর আন্দামান সাগরে। ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তার পরিমাণ হবে অনেকটা কম। কাজেই শনিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।