"নবান্ন অভিশপ্ত বাড়ি! ওখানে হাসপাতাল, বৃদ্ধাশ্রম ছাত্রাবাস হবে", বললেন বাবুল সুপ্রিয়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/03/2021   শেষ আপডেট: 25/03/2021 9:05 p.m.
বাবুল সুপ্রিয় Facebook@babulsupriyo

নির্বাচনে জিতলে মহাকরণে প্রধান সচিবালয় নিয়ে যেতে চায় বিজেপি

একুশে বাংলা বিধানসভা নির্বাচন প্রায় দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। রাজ্যজুড়ে সমস্ত রাজনৈতিক দল তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এবারের নির্বাচনে বিজেপি তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে জয়ের উদ্দেশ্যে। কিন্তু এরমধ্যেই জানা যাচ্ছে বিজেপি জিতলে তারা তাদের প্রধান সচিবালয় নবান্ন থেকে মহাকরণে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই প্রসঙ্গে আসানসোলের বিজেপি সাংসদ তথা টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় বলেছেন, "নীলবাড়িকে গরীব মানুষের জন্য হাসপাতাল বা বৃদ্ধাশ্রম বা ছাত্রাবাস করে ফেলা উচিত।" আসলে সোশ্যাল মিডিয়াতে সর্বত্র এই নির্বাচনকে "নীলবাড়ির লড়াই" বলে আখ্যা দেওয়া হচ্ছে। আর তাতেই প্রতিক্রিয়া জানিয়ে বাবুল সুপ্রিয় প্রশ্ন ছুড়েছেন, "বিজেপি কি কখনো বলেছি যে সরকার গড়ে নীলবাড়িকে হেডকোয়ার্টার করবে?"

এছাড়া এদিন বাবুল সুপ্রিয় বলেন, "আমি মনে করি যে ওই নীলবাড়িতে চরম জনবিরোধী এবং একান্ত নিষ্ঠুর কাজকর্ম করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিহাসের খাতায় ওই বাড়িকে অভিশপ্ত বাড়ি হিসেবে চিহ্নিত করা যেতে পারে। তবে ওই নীলবাড়ির শাপমুক্তির জন্য ওই বাড়িতে গরীব মানুষের জন্য হাসপাতাল বা মনোরম একটি বৃদ্ধাশ্রম বা গ্রামের ছাত্র-ছাত্রীদের জন্য একটি ছাত্রাবাস তৈরি করা যেতে পারে।" যদিওবা বাবুল সুপ্রিয়র এই পোস্টের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, "বাবুল একটা পাগল। ওর কথায় কি যায় আসে। ও কি দলের সর্বভারতীয় সভাপতি। বরঞ্চ কেন্দ্রীয় মন্ত্রী থেকে বিধায়ক পদপ্রার্থী করে দিয়েছে। এতেই বোঝা যায় দলে ওর গুরুত্বটা কোথায়। ওর কথায় গুরুত্ব দেওয়ার কোন মানে নেই।"