স্বস্তির নিঃশ্বাস, সশরীরে হাজিরা দিতে হবে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 11/10/2021   শেষ আপডেট: 11/10/2021 4:01 p.m.
-

বদলে রুজিরা দেবীর আইনজীবীকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে

অবশেষে স্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পুজোর মধ্যেই কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। রইল তাঁর কথা। পুজোর মরশুমে মঙ্গলবার দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে না তাঁকে। তবে তার বদলে রুজিরা দেবীর আইনজীবীকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে। এদিন সোমবার দিল্লি হাই কোর্টের তরফে এমনটাই জানানো হল।

উল্লেখ্য, কয়লাকান্ডে বারবার জেরা করেছে রুজিরা-অভিষেককে। তবে বারংবার জেরা এড়িয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কারণ তাঁর বক্তব্য ছিল, কোভিড পরিস্থিতি। বাড়িতে তাঁর দুই ছেলেমেয়ে রয়েছে। তাদের বয়স অনেকটাই কম। তাই এমন পরিস্থিতিতে সশরীরে হাজিরা দিতে পারবেন না রুজিরা। এমনকি সমনের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থও হন তিনি।

এদিন দিল্লি হাই কোর্টে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের এই আবেদনেরই শুনানি ছিল। আর তাতেই শেষে জয়ী হলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়।