'ইডি দিয়ে ভয় দেখানো যাবে না', দিল্লির উদ্দেশ্য রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/09/2021   শেষ আপডেট: 05/09/2021 2:32 p.m.
facebook.com/AbhishekBanerjeeOfficial

করোনা আবহের কথা তুলে ধরে হাজিরা দেননি রুজিরা বন্দ্যোপাধ্যায়

কয়লা পাচার-কাণ্ডে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। গত পয়লা সেপ্টেম্বর রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং ৬ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। তবে করোনা আবহের কথা তুলে ধরে হাজিরা দেননি রুজিরা। কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য আর্জি জানিয়েছিলেন রুজিরা। কিন্তু অভিষেক সোমবার ইডি দফতরে যাবেন বলেই সূত্রের খবর।

তৃণমূল সূত্রের খবর, রবিবার বিকেলেই দিল্লি যেতে পারেন অভিষেক। সোমবার তিনি যেতে পারেন ইডি দফতরে। খবর, ইতিমধ্যেই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন তিনি। প্রসঙ্গত, ইডির তলব পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "যাঁরা ভাবছেন ইডি ও সিবিআই-কে দিয়ে ভয় দেখিয়ে আমাদের চুপ করানো যাবে তাঁরা ভুল ভাবছেন। আমাদের লড়াই আরও শক্তিশালী হবে।"