"আর যাই করুন, তৃণমূল-বিজেপি করবেন না : বার্তা সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/02/2021   শেষ আপডেট: 22/02/2021 6:15 p.m.
সম্পাদক সূর্যকান্ত মিশ্র cpimwb.org.in

যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেই জায়গাগুলোর দুর্দশা দেখে আসুন, সাধারণ মানুষের অবস্থা সেখানে তলানিতে : সূর্যকান্ত মিশ্র

রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র'র বার্তা, "আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল বা বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তারাই মিলিতভাবে রাজ্যে সরকার গড়বে।" পাশাপাশি, পুরনো সিপিএম কর্মীদের দলে সক্রিয়ভাবে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এ বিষয়ে সূর্যকান্ত বাবুর বার্তা, "রাজ্যের স্বার্থে এগিয়ে আসুন। আপনারাই দলের শক্তি। আপনারা ঘুরে দাঁড়ালেই দল ঘুরে দাঁড়াবে।"

জামালপুরের সভা থেকে সিপিএম রাজ্য সম্পাদক আরও বলেন, “যাঁরা ভাবছেন বিজেপির সঙ্গে থেকে তৃণমূলকে তাড়াবেন, তাঁরা ভুল করছেন। তাঁরা দেখুন, তৃণমূল থেকে লোক এসে বিজেপিতে যোগদান করেছে। আর আপনাকেই তাক করে দাঁড়িয়ে আছে। আমরা কংগ্রেসের সঙ্গে জোট করেছি ঠিকই। তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে ও বিজেপিকে ঠেকাতে জোট প্রয়োজন। কিন্তু ক্ষমতায় এলে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই হবে। তাই পুরনো কর্মীরা এগিয়ে আসুন। আর যাই করুন, তৃণমূল-বিজেপি করবেন না। যাঁরা আগে রাম, পরে বাম নীতির কথা বলছেন, সেই কর্মীরা ভুল করছেন। যেখানে বিজেপি ক্ষমতায় এসেছে সেই জায়গাগুলোর দুর্দশা দেখে আসুন। সাধারণ মানুষের অবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, জাতিভেদ গ্রাস করেছে।”