বঞ্চনার সদুত্তর না পাওয়া পর্যন্ত চলবে না রাজনৈতিক প্রচার

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 26/12/2020   শেষ আপডেট: 26/12/2020 4:42 p.m.
-

পুরুলিয়ার গ্রামে ‘গণদাবি’

দীর্ঘ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের অভিনব পথ বেছে নিয়েছেন পুরুলিয়ার কোলবাঁধ গ্রামের মানুষ৷ কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি থেকে কেন তাঁরা বঞ্চিত, সে উত্তর না পাওয়া পর্যন্ত গ্রামে কোনও রাজনৈতিক দলকেই প্রচার বা মিটিং–মিছিল করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা৷ প্রয়োজনে তাঁরা ভোট বয়কট করবেন৷

শুক্রবার পুরুলিয়ার দু নম্বর ব্লকের ঘোঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই গ্রামটির বাসিন্দারা, যাঁদের অধিকাংশই দিনমজুর, নিজেদের সিদ্ধান্ত দেওয়ালে লিখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ প্রথমেই লাল কালিতে শিরোনামে লেখা হয়েছে ‘গণদাবি’৷ তার নিচে লাল কালিতেই গ্রামবাসীর সংখ্যা, পেশা ইত্যাদি লিখে প্রশাসনের উদ্দেশ্যে দাবিগুলি তুলে ধরা হয়েছে৷ লেখা হয়েছে কেন আবাস যোজনা, পানীয় জল, একশো দিনের কাজ ইত্যাদি সরকারি প্রকল্পগুলি থেকে গ্রামবাসীরা বঞ্চিত তার সদুত্তর চাই৷ না হলে গ্রামে শাসক বা বিরোধী– কোনও দলেরই মিটিং, মিছিল, প্রচার চলবে না৷

ভোটের মুখে এমন ঘটনা সামনে আসায় চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলিতে৷ জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রশাসনের টিম নিয়ে তিনি যাবেন গ্রামবাসীদের সমস্যা শুনতে৷ বিডিও সাহেবও বিষয়টি দেখবেন বলে কথা দিয়েছেন৷

গত লোকসভা নির্বাচনেও এই ব্লকের একটি গ্রাম ভোট বয়কটের ডাক দিয়েছিল৷ প্রচারে গিয়ে বিক্ষোভের সামনে পড়তে হয়েছিল শাসক ও বিরোধী দলগুলিকে৷ এবার সেই পথ নিয়েছে কোলবাঁধ৷