ভয় এবং সন্ত্রাস তৈরি করে উপনির্বাচন জিতেছে তৃণমূল, পরাজয়ের পর বক্তব্য বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/11/2021   শেষ আপডেট: 02/11/2021 7:37 p.m.
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার twitter.com/DrSukantaBJP/

"একটা উপনির্বাচনে এত মার্জিন!‌ এক লাখ ৪০ হাজার! কেউ বোকা নয়" : সুকান্ত মজুমদার

আজকের উপনির্বাচনের ফলাফলে স্বার্থক 'খেলা হবে' স্লোগান। কিন্তু আজকের হার একেবারেই মানতে নারাজ বিজেপি। পরাজয়ের পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, "তাদের যুক্তি, ভয় এবং সন্ত্রাস তৈরি করে উপনির্বাচন জিতেছে তৃণমূল কংগ্রেস।" তিনি এ প্রসঙ্গেই আরও বলেন, "রাজ্যে নির্বাচন করার মতো পরিস্থিতি ছিল না। কারণ বিজেপির বহু কর্মী ঘরছাড়া। আর দিনহাটার মার্জিন দেখলে সহজেই বোঝা যায় সেখানে কী হয়েছে।"

এরপরেই এক সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আজকের ৪-০ ফলাফলে তিনি কী হতাশ?‌ এই প্রশ্নের উত্তরে তাঁর স্পষ্ট বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ও একা সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেসের। সেখান থেকে তিনি ক্ষমতায় পৌঁছেছেন। তাই রাজনীতিতে হতাশা বলে কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বোধহয় তখন ২৯ জন বিধায়ক ছিলেন। তাঁর চেয়ে আমরা ভাল জায়গায় আছি। এটা তো প্রাপ্তি।"