মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা, প্রতিবাদে শুক্রবার মৌন মিছিল তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/03/2021   শেষ আপডেট: 12/03/2021 6:07 a.m.
পার্থ চট্টোপাধ্যায় - aitcofficial.org

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করে দিলেন হাতে কালো পতাকা নিয়ে হবে মিছিল

নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এমনটা দাবি করে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তার প্রতিবাদ জানাতে শুক্রবার বিকেল ৩ টে থেকে ৫ টা পর্যন্ত গোটা রাজ্যে মৌন মিছিল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এমনটাই ঘোষণা করেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রতিটি জেলায় এবং ব্লকে শুক্রবার কালো পতাকা নিয়ে মিছিল করা হবে বলে জানা গেছে। এর সঙ্গে শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে। কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও'ব্রায়েন, শতাব্দী রায় সহ আরো অনেকে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়ে দিয়েছেন পার্থ।

পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এই ঘটনার দায় পুলিশের থেকে বেশি বর্তায় নির্বাচন কমিশনের উপরে। কেন নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নিরাপত্তা জারি করেনি, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে বলেছেন, "পূর্ব পরিকল্পিত হামলা হয়েছে এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় এর উপরে হামলা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে।" এছাড়াও দাবি করেছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে সংহতি ছিল। নির্বাচন কমিশনে এসে প্রথমেই এডিজি এবং তারপর ডিজিকে সরিয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লকে সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।