প্রকাশ্য সভায় বেফাঁস নেতা - অস্বস্তিতে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 13/10/2020   শেষ আপডেট: 13/10/2020 5:10 p.m.
প্রতীকী ছবি -aitcofficial.org

নিজেকে 'ভোট ছিনতাইকারী' বলে ঘোষণা করলেন জলপাইগুড়ির নেতা

বিধানসভা ভোটের মুখে দলের নেতার মন্তব্যে ফের অস্বস্থিতে তৃণমূল শিবির। মন্ত্রী গৌতম দেবের সামনে স্থানীয় নেতা নিজেকে মস্তান এবং ভোট ছিনতাইকারী বলে 'ঘোষণা' করলেন। ঘটনাটি জলপাইগুড়ির। সোমবার জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে আয়োজিত হয়েছিল বিধানসভা ভোটের প্রস্তুতি সভা। উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ণ মন্ত্রী গৌতম দেব। সেখানেই জলপাইগুড়ি SC ST সেলের সভাপতি কৃষ্ণ দাস প্রশ্ন তোলেন, যদি 'দাগী মালদের' ভোটে জেতাতে পারে তারা তাহলে সদরে ভালো মানুষ তাবড় নেতারা থাকলেও কেন জিততে পারেননা তাঁরা?

তিনি আরও বলেন বিধানসভা ভোটে যেভাবে হোক SC ST সেলের কর্মী ঢুকিয়ে হলেও জিতবেন তাঁরা। এই কৃষ্ণ দাসের বিরুদ্ধে আগেও ভোট জালিয়াতি করার অভিযোগ উঠেছে। এখন তিনিই প্রকাশ্যে স্বীকার করে নিলেন সেটা। এখন প্রশ্ন উঠছে কাদের "দাগী মাল" বলছেন এই নেতা? যদিও সভার পর মন্ত্রী গৌতম দেব এসব প্রশ্ন এড়িয়ে গেছেন সচেতনে।