অষ্টমী থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিনবঙ্গে, আশঙ্কাবানী শোনালো আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/10/2021   শেষ আপডেট: 06/10/2021 9:16 p.m.
"গগনে গরজে মেঘ ঘন বরষা" নিজস্ব চিত্র

আবহাওয়ার পরিস্থিতি ভালোই থাকবে উত্তরবঙ্গে

দুর্গাপুজো বানচালের ছক কষছে বৃষ্টি ‘অসুর’। ঘনীভূত হচ্ছে আরও একটি নিম্নচাপ। যার জেরে অষ্টমী থেকে দশমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সাত জেলায়। মহালয়ার দিনে এমনই আশঙ্কার কথা শোনালো আলিপুর আবহাওয়া দফতর। তবে একইসাথে এদিন উত্তরবঙ্গের জন্য সুখবর শোনাল আবহাওয়া দফতর। তাঁরা জানিয়েছেন, আসন্ন পুজোয় সব মিলিয়ে আবহাওয়ার পরিস্থিতি ভালোই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

বুধবারে একটি সাংবাদিক সম্মেলনে পুজোর দিনগুলিতে রাজ্যের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী রবিবার ফের এক নিম্নচাপ হওয়ার প্রবল সম্ভবনা রয়েছে উত্তর আন্দামান সাগরে। তিনি জানান, নিম্নচাপ তৈরি হওয়ার দিন চারেকের মধ্যে তা এসে পৌঁছাবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। আর তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা কলকাতা, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলীতে। অষ্টমী থেকে দশমীর মধ্যে সাত জেলা জুড়ে চলতে পারে বৃষ্টিপাত। তবে এই সময় আবহাওয়া অনুকূল থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, এমনটাই জানান সঞ্জীববাবু।

উল্লেখ্য, নিম্নচাপ এবং তার কারনে প্রবল বর্ষণের জেরে এমনিতেই হাবুডুবু খাচ্ছে রাজ্যের জেলাগুলি। তার উপর জলাধার থেকে জল ছাড়ায় জলমগ্ন হাওড়া, হুগলী, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের বহু এলাকা। বন্যা পরিস্থিতি থেকে বাদ যায়নি পশ্চিমের জেলাগুলিও। এদিকে ডিভিসির বিরুদ্ধে রাজ্যকে না জানিয়ে জলাধারের জল ছাড়ার অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী। অভিযোগের চিঠি ইতিমধ্যেই পৌঁছেছে প্রধানমন্ত্রীর দফতরে। তার উপর আবহাওয়া দফতরের এমন পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছেন দক্ষিণবঙ্গের জেলাবাসীরা।