শিল্পপতিদের জন্য সুখবর! সিঙ্গল উইন্ডো সিস্টেমের মাধ্যমে এবার সহজেই জমি দেবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/11/2020   শেষ আপডেট: 18/11/2020 5:30 a.m.

বিভিন্ন শিল্পের জন্য এবার পৃথক পৃথক সংস্থার পরিবর্তে জমি পাওয়া যাবে একটি সংস্থা থেকেই

কিছুদিন আগে অবধিও বড়ো, ছোট, মাঝারি এবং তথ্যপ্রযুক্তি শিল্প স্থাপনের ক্ষেত্রে জমির অবেদন পৃথক পৃথক ভাবে করা হত। বিভিন্নরকম শিল্পের জন্য জমিও দেওয়া হত আলাদা আলাদা সংস্থা থেকে। কিন্তু বর্তমানে রাজ্য সরকারের নতুন নিয়মানুযায়ী সমস্ত শিল্পের জন্য এবার সিঙ্গল উইন্ডো থেকেই মিলবে জমি। অর্থাৎ একটি সংস্থা থেকেই জমি দেওয়া হবে।

রাজ্য সরকারের এই নতুন নিয়ম ঘোষণা শিল্পপতি মহলকে খানিক স্বস্তি দিয়েছে বলা যায়। কারণ এতদিন বড় শিল্পের জন্য জমি পেতে হলে আবেদন করতে হত WBIDC(West Bengal Industrial Development Corporation) এর দফতরে, মাঝারি ও ছোট শিল্পের জন্য আবেদন করতে হত WBSIDCL(West Bengal Small Industries Development Corporation Ltd) এর কাছে। শিল্পের বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত আবেদন যেত WBIIDC(West Bengal Industrial Infrastructure Development Corporation) এর কাছে। তথ্যপ্রযুক্তি শিল্পের আবেদন করতে এই দফতরেই। এবার সিঙ্গল উইন্ডো থেকেই বিভিন্ন শিল্পের জন্য প্রদান করা হবে। এ বিষয়ে রাজ্যের শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিনহা জানান, এই নতুন নিয়মের ফলে অনেক সুবিধা হয়েছে। জমির পাওয়ার জন্য শিল্পপতিদের যে দীর্ঘ সময় ব্যায় করতে হত এবার থেকে তা আর হবেনা।

যে যে ইন্ডাষ্ট্রিয়াল স্টেট গুলিতে শিল্পের জন্য জমি আছে সেগুলি নিম্নলিখিত :

১) হাওড়া - ৩৫ একর

২) বাঁকুড়া- ১৮ একর

৩) জলপাইগুড়ি - ৮৪ একর

৪) মুর্শিদাবাদ- ১২৯ একর

৫) পশ্চিম মেদিনীপুর - ৪৭৪ একর

৬) পশ্চিম বর্ধমান- ৩৮০ একর

৭) দক্ষিণ ২৪ পরগণা- ২২৭ একর

৮) হুগলী- ১০ একর

৯) আলিপুরদুয়ার- ৫৪ একর