চূড়ান্ত হলো আগামী বিধানসভায় বাম এবং কংগ্রেসের আসনরফা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/02/2021   শেষ আপডেট: 17/02/2021 6:48 a.m.
সিপিএম কংগ্রেস @twitter

এই জোট সম্পন্ন হলে বাম নিজের আয়ত্তে রাখবে ১৮৫ আসন এবং বাকিরা পাবে ১১০টি আসন।

আগামী বিধানসভা নির্বাচনের জন্য মঙ্গলবার আসন সমঝোতা শুরু করে দিলেন বাম এবং কংগ্রেস নেতৃত্ব। তবে আইএসএফ এবং অন্যান্য বিভিন্ন দল এই জোটে সংযুক্ত হতে চাইছে বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই জোট সম্পন্ন হলে বাম নিজের আয়ত্তে রাখবে ১৮৫ আসন এবং বাকিরা পাবে ১১০টি আসন।মঙ্গলবার দুপুরে আসন সমঝোতা নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটে বাম এবং কংগ্রেস নেতাদের মধ্যে এই আলোচনা হয়েছে। তবে এই আলোচনায় চূড়ান্ত হয়েছে রফাসূত্র।

যদিও যদি আব্বাস সিদ্দিকী দল আইএসএফ যুক্ত হতে চায় তাহলে এই আসন সমঝোতা কিরকম হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। জোটের কান্ডারীরা জানিয়েছেন, এখনো পর্যন্ত তারা আসন সমঝোতা করেছেন বাম এবং কংগ্রেসের মধ্যে। তবে আব্বাস সিদ্দিকী দাবি করছেন ৭০টি আসন। আরো কয়টি দল রয়েছে অংশগ্রহণ করতে বলে সূত্রের খবর। তাই এখনও এই জোটের চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে এবং আসনরফা কিরকম হবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো ঘোষণা বাম এবং কংগ্রেসের তরফে করা হয়নি।