১৯ দিন পরও চোখেমুখে আতঙ্ক নিয়ে পুনর্নির্বাচন শীতলকুচির ১২৬ নম্বর বুথে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/04/2021   শেষ আপডেট: 29/04/2021 1:13 p.m.
শীতলকুচির সেই ভিডিওর কিছু দৃশ্য

পুনর্নির্বাচনেও এড়ানো গেল না বিক্ষিপ্ত অশান্তি

শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথ। ১০ এপ্রিল সংবাদ শিরোনামে চলে আসে মুহূর্তের মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জন তৃণমূল কর্মীর খুন, মমতার অডিও টেপে খুনের রাজনীতির অভিযোগ। সবমিলিয়ে শীতলকুচি চলে এসেছিল খবরের কাগজের প্রথম পাতায়। সেই ১২৬ নম্বর বুথে নির্বাচনের শেষ দফায় চলছে পুনর্নির্বাচন। গত কয়েক দিন পুলিশের টহলদারিতে এলাকায় শান্তি ফিরিয়ে আনার বার্তা দেওয়া হলেও সাধারণ ভোটারের চোখেমুখে আজও আতঙ্কের ছাপ। ১৯ দিন কেটে যাবার পরও মানুষের মন থেকে সরানো যায়নি আতঙ্ক।

সকাল থেকে শীতলকুচি ১২৬ নম্বর বুথে কড়া পুলিশি প্রহরায় ভোটগ্রহণ শুরু করা গেলেও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো যায়নি। বিজেপি প্রার্থী বরেন বর্মনের গাড়িতে বিজেপির পতাকা লাগানো অবস্থায় ১০০ মিটারের মধ্যে যাওয়ার অভিযোগ এসেছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থপ্রতিম রায় পুলিশের সঙ্গে বচসার খবর উঠে এসেছে সংবাদ শিরোনামে। তিনি অভিযোগ করেছেন নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। দিনহাটার আইসির সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন তিনি। পুনর্নির্বাচনেও অশান্ত হয়ে ওঠে শীতলকুচি।

সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। নিরাপত্তা আঁটোসাঁটো ঘেরাটোপে রয়েছে ১২৬ নম্বর বুথ। দায়িত্বে রয়েছে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের একজন আধিকারিকসহ কুইক রেসপন্স টিম। তাছাড়াও সাধারণ, বিশেষ ও অতিরিক্ত তিনজন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল চতুর্থ দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল জোড়পাটকির আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ যায় ৪ জনের। কমিশনের নির্দেশমতো শেষ দফায় অর্থাৎ ২৯ এপ্রিল এখানে হচ্ছে পুনর্নির্বাচন। পুলিশি প্রহরায় মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সব ধরনের চেষ্টা করেছে নির্বাচন কমিশন। তারপরও বিক্ষিপ্ত অশান্তি এড়ানো যায়নি বলে খবর।