"রবীন্দ্রনাথ বেশিদূর লেখাপড়া করেননি, রামকৃষ্ণ তো অশিক্ষিত", মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/11/2021   শেষ আপডেট: 08/11/2021 1:37 p.m.

কটাক্ষের উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ

ফের বিতর্কে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দীর্ঘ কয়েকদিন ধরেই তথাগত রায়ের (Tathagata  Roy) সঙ্গে ঠান্ডা লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন দিলীপ ঘোষ। আর সেই ইস্যুতেই তথাগত রায়ের আক্রমণের পালটা জবাব দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য, "রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত।"

প্রসঙ্গত, কখনও বাংলা বানান কখনও বেনজির মন্তব্য করে তথাগত রায়ের আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এসবের মাঝেই দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে কটাক্ষ করেছিলেন তথাগত রায়। এরপরেই দিলীপ ঘোষের পাল্টা বক্তব্য, "কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।"

এখানেই শেষ নয়। রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলেন, "রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র।" শুধুমাত্র কটাক্ষের উত্তর দিতে গিয়ে এমন মন্তব্য করে ফের বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ।