জমি-দ্বন্দ্বে অগ্নিগর্ভ চাঁচল, মৃত ১, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/11/2020   শেষ আপডেট: 03/11/2020 3:53 p.m.

বোমার আঘাতে আহত আরও ৩

সোমবার ভোরে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল মালদহ জেলার চাঁচল এলাকা। মারামারি, গুলি এবং বোমাবাজিতে মমরেজ আলি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । আহত ৩ জন এই মূহুর্তে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, চাঁচলের যদুপুর এলাকায় এদিন ভোরে মমরেজ আলি নিজের বাড়ির সামনে বেড়া দেওয়ার সময়ে, তাঁর প্রতিবেশী সুখবার আলি ও পুত্র বাবলি আলি বাধা দেন, জমির একটা অংশ তাঁদের, এই দাবীতে। প্রথমে উত্তপ্ত বাদানুবাদ শুরু হলেও পরে তা গড়ায় বচসা এবং হাতাহাতিতে। এরপরই বাবলু আলি বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে মমরেজকে তাক করে গুলি ছোঁড়েন, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মমরেজের। এরপর এলাকায় লাঠি ও বাঁশ নিয়ে শুরু হয় প্রবল সংঘর্ষ, যাতে বোমার আঘাতে ঘায়েল হল আরও ২ জন।

ঘটনাস্থলে পুলিশ এসে অবস্থা সামাল দেয়। চাঁচল থানার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।