৪ নভেম্বর, ২০২৪
শিক্ষা

বিশ্বসেরা শিক্ষাব্যবস্থা ফিনল্যান্ডে

যেখানে প্রতিযোগিতা নয়, সহযোগিতাই মূলমন্ত্র
kids class room play school Bengali News
প্রতীকী ছবি
srirupa-banerjee
শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০
শেষ আপডেট: ৪ এপ্রিল ২০২১ ৬:০৪

শিক্ষার ক্ষেত্রে গোটা দুনিয়ার মধ্যে ফিনল্যান্ডের নাম দীর্ঘদিন ধরেই সামনের সারিতে৷ বছর একুশ আগে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা ‘প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাসেসমেন্ট’–এ ফিনল্যান্ডের ছাত্রছাত্রীরা প্রথম স্থান অধিকার করেছিল৷ সেই থেকে শিক্ষানুরাগী মানুষের নজর ফিনল্যান্ডের দিকে৷ ২০০৮–এর বিশ্বজোড়া অর্থনৈতিক মন্দায় কিছুটা ধাক্কা খেলেও আজও ‘ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’ থেকে শুরু করে নানা প্রখ্যাত সংস্থার বিচারে ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা দুনিয়ার অন্যতম সেরা৷

কী করে এই দেশটি এত বছর ধরে রেখেছে বিশ্বসেরার শিরোপা?

বিশেষজ্ঞদের মতে, ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থায় প্রতিযোগিতা নয়, সহযোগিতাই হল মূলমন্ত্র, যার লক্ষ্য ন্যায়বিচার ও সমদর্শিতার দৃষ্টিভঙ্গি গড়ে তোলা৷ এই ব্যবস্থার কয়েকটি দিক তুলে ধরেছেন তাঁরা:

  • ফিনল্যান্ড মনে করে, প্রকৃত বিজয়ীরা কখনও প্রতিযোগিতা করে না৷ তাই অন্য দেশের মতো সেখানে নিছক নম্বরের দৌড়ে মেরিট–লিস্টে নাম তোলার জন্য ছাত্রছাত্রীদের আকুলতা নেই, নেই দেশের স্কুলগুলি বা শিক্ষকদের মধ্যে সেরা হওয়ার দৌড়ও৷
  • পড়াশোনার চাপে ছেলেমেয়েদের জীবন থেকে যাতে আনন্দ উবে না যায়, ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থার কড়া নজর রয়েছে সেদিকে৷ স্কুলের পরিবেশে সমদর্শিতার খোলা হাওয়া বইতে দেওয়া হয়৷ সামাজিক বৈষম্য দূর করতে ছাত্রছাত্রীদের বিনামূল্যে দুপুরের খাবার দেয়, নিখরচায় শরীরস্বাস্থ্য ও মনের যত্ন নেয় স্কুল৷ প্রতিটি শিক্ষার্থীর দিকে আলাদা মনোযোগ থাকে শিক্ষকের৷
crayons play school Bengali News
প্রতীকী ছবি
  • ফিনল্যান্ডে পড়াশোনা পরীক্ষাকেন্দ্রিক নয়৷ কারণ পরীক্ষায় নম্বর তোলাই ধ্যানজ্ঞান হলে প্রকৃত শিক্ষার স্বাদ মেলে না৷ কে কতটা শিখেছে, প্রত্যেক শিক্ষার্থীর দিকে আলাদা করে নজর দিয়ে তা বুঝে নেন শিক্ষক৷

  • ফিনল্যান্ডে শিক্ষক হওয়ার যোগ্যতামান খুব উঁচু৷ খারাপ কিছু হলেই শিক্ষকদের দোষী ঠাওরানোর যে রীতি রয়েছে বহু দেশে, ফিনল্যান্ডে তা নেই৷ সেদেশের প্রখ্যাত শিক্ষাবিদ পাসি সাহলবার্গের কথায়, শিক্ষকদের রয়েছে দায়িত্ববোধ, তাই তাঁদের কাছে কৈফিয়ৎ চাওয়ার কোনও প্রশ্নই ওঠে না৷

  • অনেক স্কুলে একজন শিক্ষকই একটানা কয়েক বছর পড়ান৷ এতে ছাত্রছাত্রীদের আপনজন হয়ে ওঠেন তিনি৷ ছাত্রদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মিশে, তাদের ভাল–মন্দের সঙ্গে জড়িয়ে থেকে শিক্ষক হয়ে ওঠেন যথার্থ অভিভাবক, জীবনসমুদ্রে লাইটহাউস৷
student kids class room Bengali News
প্রতীকী ছবি
  • পড়াশোনার চাপ নেই ফিনল্যান্ডের ছাত্রছাত্রীদের৷ লেখাপড়ার মাঝে খেয়ালখুশি মেটানো, খেলাধূলার অবাধ সুযোগ থাকে তাদের৷ শিক্ষকদের জন্যও রয়েছে চাপমুক্ত হয়ে কাজ করার সুযোগ৷

এভাবেই আনন্দময় ও বন্ধুত্বমূলক পরিবেশে পড়াশোনা শিখে দেশের ছেলেমেয়েদের সচেতন ও ন্যায়পরায়ণ মানুষ হয়ে ওঠার সবরকম সুযোগ দেয় ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা৷ মজার কথা, অন্য দেশের মতো সেরা হওয়ার মরণপণ প্রতিযোগিতায় সামিল না হয়েই ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা হয়ে উঠেছে পৃথিবী–সেরা শিক্ষাব্যবস্থা৷

বিজ্ঞাপন

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩১ আগস্ট

পরীক্ষার আগেই প্রকাশ্যে নিয়মবিধি

exam students
২০ জুন

এই পোর্টালের মাধ্যমে ১৬টি বিশ্ববিদ্যালয়, ৪৬১টি কলেজে ভর্তি হওয়া যাবে

Bratya Basu
৩০ এপ্রিল

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা গত ৭০ বছরের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছে

Calcutta University main gate 2
১৯ এপ্রিল

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার

Student books
৬ ফেব্রুয়ারি

১৬ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে

High school students
৩ নভেম্বর

'ফিল্ম স্টাডিজ' বিষয়ে আগ্রহী হলে জানুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য

Nsou
১ নভেম্বর

নিরাপত্তা বেষ্টনীতে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Examination
৭ অক্টোবর

ঢাঁকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই এমসিকেভির এমন সৃষ্টিশীল আয়োজন, মন মাতিয়ে তুলল "যুব"দের। সাক্ষী থাকল পরিদর্শক।

mckv-howrah-admission
১৫ আগস্ট

হাওড়ার লিলুয়ার একটি জনপ্রিয় স্কুল এমসিকেভি। সেই স্কুলেই সাড়ম্বরে পালিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।

MCKV School Howrah Liluah
৯ আগস্ট

মশার হুল দিয়ে বাঁচতে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ফুল হাতার স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে

Dengue
৯ আগস্ট

ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

High school students
৮ আগস্ট

প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে

Junior school student
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University