মকুব লাইসেন্স ফি, ছাড় মিলবে বিদ্যুতের বিলে, ক্লাবগুলিকে দেওয়া হবে ৫০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/09/2021   শেষ আপডেট: 07/09/2021 5:27 p.m.
facebook.com/BanglarGorboMamata

কোভিড বিধিনিষেধ মেনেই কীভাবে রাজ্যে পালিত হবে পুজো? ঘোষণা রাজ্য সরকারের

"ধর্ম যার যার, উৎসব সবার" কার্যত এই কথাকেই পাথেয় করে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো নিয়ে বড়ো ঘোষণা রাজ্য সরকারের। হাতে বাকি আর কয়েকটা দিন, কিন্তু করোনার প্রকোপ এখনও কমেনি। তাই কোভিড বিধিনিষেধ মেনেই কীভাবে রাজ্যে পালিত হবে পুজো, এদিন এই নিয়েই মুখ খুললেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। গত বছর করোনা পরিস্থিতির জেরে ধুমধাম করে পুজো করা সম্ভব হয়নি রাজ্যে। তার পরেও ক্লাবগুলির পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার। প্রতি পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৫০ হাজার টাকা। এবারও সেই আর্থিক সাহায্য দেওয়া হবে।"

এরপরেই এদিন রাজ্যের মুখ্যসচিব জানান, "রাজ্যের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবু পুজো কমিটিগুলিকে কোভিড বিধি মানতেই হবে। বিধি মেনেই হবে পুজো। গতবারের মতোই রাজ্যের পুজো কমিটিগুলিকে এবারও দেওয়া হবে ৫০ হাজার টাকা। বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়ার হবে এবং মকুব করা হবে পুজোর লাইসেন্স ফি-ও।"