"বিজেপির প্রতিশ্রুতির ১৫ লাখ টাকা কি পেয়েছেন?", মোদিকে কটাক্ষ মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/03/2021   শেষ আপডেট: 24/03/2021 7:01 p.m.
মমতা মোদী @twitter

বিষ্ণুপুরের জনসভা থেকে মোদিকে "একনম্বর মিথ্যাবাদী" বলেছেন মমতা

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে ভোট প্রচারের উদ্দেশ্যে বাংলার বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় গিয়ে জনসভা করছে। আজ বুধবার একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাঁথিতে জনসভা করছেন, ঠিক অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরে জনসভায় অংশগ্রহণ করেছেন। আর সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী মোদির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে "একনম্বর মিথ্যাবাদী" বলে আখ্যা দিয়েছেন। সেইসাথে তিনি বলেছেন, "আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি মিথ্যা ছাড়া কিছু বলেন না। মোদির মতো মিথ্যাবাদী আমি জীবনে দেখিনি।"

এছাড়াও এদিন বিজেপির নির্বাচনী ইশতেহার ও নরেন্দ্র মোদিকে একসূত্রে গেঁথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, "নরেন্দ্র মোদি অনেকদিন আগে প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু আপনারা কি টাকা পেয়েছেন? আমি যেটা বলেছি, আমি সেটা করেছি। কিন্তু বিজেপি কিছু করেনি। নরেন্দ্র মোদি যেমন মিথ্যা বলে আমি তেমন বলিনা।"এছাড়াও তিনি এদিন জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেছেন, "আগামীদিনে বিনামূল্যে দুয়ারে রেশন পেতে নির্বাচনে ২৯১ আসনে জোড়াফুল চিহ্নে ভোট দিন।"