মুকুল রায় কোন হেভিওয়েট প্রার্থী নন, আক্রমণ কৌশানির; পাল্টা খোঁচা বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/03/2021   শেষ আপডেট: 19/03/2021 9:34 p.m.
কৌশানি মুখার্জি এবং মুকুল রায় ~instagram

একটি কর্মীসভায় গিয়ে কৌশানী মুখোপাধ্যায় বললেন, মুকুল রায়কে আমরা হেভিওয়েট প্রার্থী হিসেবে মনে করছিনা

এতদিন ছিলেন সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা, এবারে সেই সিনেমা জগৎ থেকে সরাসরি চলে এসেছেন রাজনীতি জগতে। আসা মাত্রই কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী হয়ে গিয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। বিপক্ষে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। ফলে প্রতিদ্বন্দিতা কিন্তু ততটা সোজা নয়। এই বিষয়টি বেশ ভালোভাবেই আঁচ করে নিয়েছেন কৌশানি নিজে। এবং প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর থেকেই শুরু করে দিয়েছেন প্রচার পর্ব। একের পর এক এলাকায় গিয়ে করছেন জনসংযোগ। গতবারের লোকসভা নির্বাচনের নিরিখে কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ আসনে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে তৃণমূল। তাই বিজেপির সেফ সিটে লড়াইয়ের ব্যাটন তুলে নিয়ে কৌশানি আক্রমণ করলেন তার প্রতিদ্বন্দ্বী মুকুল রায় কে।

একটি দলীয় কর্মী সভায় গিয়ে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন কৌশানী মুখোপাধ্যায়। সেখানেই তিনি বললেন, "মুকুল রায় কখনো নির্বাচনে জয়লাভ করেননি। এই কারণে তাকে আমরা হেভিওয়েট প্রার্থী হিসেবে মনে করি না।" যদিও তার এহেন মন্তব্যের পর বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কৌশানির মন্তব্যকে একেবারে অবান্তর হিসেবে দাবি করা হয়েছে। বিজেপি জানিয়েছে, "কৌশানি রাজনীতিতে সবেমাত্র এসেছেন। তার আগে পুরো বিষয়টা গুগল করে দেখে নেওয়া উচিত ছিল। মুকুল রায়ের সম্পূর্ণ প্রোফাইল দেখে নেওয়া উচিত ছিল তার। তিনি প্রাক্তন রেলমন্ত্রী এবং ভারতের সবথেকে বড় রাজনৈতিক দলের সর্বভারতীয় সহ-সভাপতি। রাজনৈতিক মহলে কৌশানী মুখোপাধ্যায় এর থেকে প্রতিপত্তিতে অনেকটাই বড় মুকুল রায়।" তবে নির্বাচনের পরিপ্রেক্ষিতে কৌশানি এবং মুকুলের লড়াই হতে চলেছে একেবারে সেয়ানে সেয়ানে। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় মুখ কৌশানী মুখোপাধ্যায়। অন্যদিকে প্রায় দুই দশক পর আবারো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তাই কৃষ্ণনগর উত্তর এর লড়াই হতে চলেছে বেশ হাইপ্রোফাইল।