মেট্রোয় স্মার্ট কার্ড আর বাধ্যতামূলক নয়, ফিরল টোকেন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/03/2021   শেষ আপডেট: 09/03/2021 10:50 a.m.
~

অন্যদিকে, আগামী দশ দিনের মধ্যেই একশো শতাংশ পরিষেবা দেবে প্যাসেঞ্জার ট্রেন

নিত্যযাত্রীদের জন্য সুখবর কারণ মেট্রো ও লোকাল ট্রেন—দুই রেলের ক্ষেত্রেই আবার আগের চেহারায় ফিরছে পরিষেবা। করোনা সংক্রমণ এড়াতে এতদিন মোবাইল অ্যাপ ও পরে তা উঠে গিয়ে স্মার্ট কার্ড ব্যবহার হলেও টোকেন দেওয়া হচ্ছিল না। তবে এবার থেকে সেই বিধিনিষেধ তুলে দিয়ে আগের মতোই টোকেন টিকিট পরিষেবা ফিরে এল। আগামী ১৫ ই মার্চ থেকে আর স্মার্ট কার্ড বাধ্যতামূলক নয় এবং কাউন্টার থেকে দেওয়া হবে টোকেন। গতকালই মেট্রো রেল কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি জারি করায় স্বভাবতই খুশি নিত্যযাত্রীরা। যথোপযুক্ত স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে কলকাতা মেট্রো।

অন্যদিকে, পূর্ব রেল সূত্রে খবর, রেল বোর্ড থেকে তাদের সমস্ত ট্রেন আগের মতোই চালানোর অনুমতি মিলেছে। তাই আর দেরি না করে আগামী দশ দিনের মধ্যেই পূর্ব রেলের একশো শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চালু করা হবে। পূর্ব রেল জানিয়েছে হাওড়া ,শিয়ালদহ, মালদা ও আসানসোল বিভাগে ৩০০ টি প্যাসেঞ্জার ট্রেন চালানো হত, কিন্তু এখন চলে ১৩০ টি ট্রেন। বাকি ১৭০ টি ট্রেন তাই আগামী ১০ দিনের মধ্যেই ধাপে ধাপে চালানো শুরু হবে। শিয়ালদহ-লালগোলা, আসানসোল-বর্ধমান, আসানসোল-সাঁইথিয়া, বর্ধমান-রামপুরহাট, রামপুরহাট-বারহারোয়া, আজিমগঞ্জ-কাটোয়া, আজিমগঞ্জ-বারহারোয়া, নবদ্বীপ-মালদা, বর্ধমান-সাহেবগঞ্জ, সাহেবগঞ্জ-তিনপাহাড় প্রভৃতি শাখায় ট্রেনসংখ্যা বাড়বে। লকডাউনের আগে যে ট্রেন যে সময়ে চলত, তাই-ই চলবে, অর্থাৎ সময়সূচি অপরিবর্তিত থাকবে। যদিও দক্ষিণ-পূর্ব রেলকে এখনো ১০০ শতাংশ প্যাসেঞ্জার ট্রেন চালানোর ছাড়পত্র দেওয়া হয়নি।