Hijab Controversy : কর্ণাটকের হিজাব বিতর্কের আঁচ এবার খোদ বাংলায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/02/2022   শেষ আপডেট: 12/02/2022 5:57 p.m.
https://twitter.com/Pronamotweets

হিজাব বিতর্কের ইস্যুতে মারধরের অভিযোগ প্রধান শিক্ষককে

কর্ণাটকের (Karnataka Hijab Controversy) পর এবার হিজাব বিতর্কের জের এসে পড়ল মুর্শিদাবাদের সুতি ব্লকের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে। স্কুলে হিজাব পরে না আসার নির্দেশ দিয়েছিলেন প্রধান শিক্ষক। এরপরই এই নির্দেশ ঘিরে মুর্শিদাবাদের সুতি ব্লকের উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বিক্ষোভের আঁচ।

বিক্ষোভের মাঝেই অভিযোগ, প্রধান শিক্ষককে মারধরের। পরিস্থিতিতে আয়ত্তে আনতে রীতিমতো পুলিশ বাহিনীকে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি সামাল দিতে হয়। কার্যত উদ্বেগ ওই বিদ্যালয় চত্বরে।

প্রসঙ্গত, ওই বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের একাংশের দাবি, শুক্রবার বহুতালি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মিত্র, ছাত্রীদের হিজাব পরে স্কুলে না আসার নির্দেশ দেন। এমনকি মাথায় ওড়না দেওয়াতেও জারি হয় নিষেধাজ্ঞা। এই নির্দেশে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। শুরু হয় বিক্ষোভ।

স্থানীয় সূত্রের খবর, এমন নির্দেশিকা জারি করার জেরে প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল অভিভাবক। মারধরও করা হয় তাঁকে, অভিযোগ এমনটাই।