দুই পাতার চিঠিতে মোদিকে পরামর্শ বিজেপি বিধায়ক হিরণের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/10/2021   শেষ আপডেট: 23/10/2021 6:33 p.m.
হিরণ চ্যাটার্জি twitter@hiran_chatterji

জেহাদি হামলা ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বিধায়কের

এবার মোদিকে চিঠি লিখলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। দুই পাতার চিঠিতে কার্যত মোদিকে আবেদন জানিয়েছেন হিরণ। অভিনেতা তথা বিধায়ক হিরণের প্রস্তাব, সীমান্ত সংঘর্ষ এবং জঙ্গি মোকাবিলায় শহিদ জওয়ানদের পরিবারগুলিকে ‘তেরঙ্গা পরিবারের’ মর্যাদা দিক কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, বিজেপি বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়ের অনুরোধ, সীমান্ত সংঘর্ষ এবং জঙ্গি মোকাবিলায় শহিদ জওয়ানরা দেশের জন্য সব ত্যাগ করেন। তাই তাঁদের মৃত্যুর পরে যেন তাঁদের পরিবারকে সরকারি স্তরে মর্যাদা দিয়ে, ২৬ জানুয়ারি ও ১৫ অগস্টের মতোন সরকারি অনুষ্ঠানে শহিদ সেনা-পরিবারগুলির সদস্যদের প্রধান অতিথি করা হোক। এর সঙ্গেই শহিদ জওয়ানদের নামে মাইল ফলক, সরকারি হাসপাতাল, বিদ্যালয়, রেলস্টেশন-রাস্তা প্রভৃতি করা হোক।

এর সঙ্গেই হিরণের দাবি, বর্তমান প্রেক্ষাপটে কেরল এবং পশ্চিমবঙ্গের বিশেষত হিন্দু পরিবারগুলির উপর সাম্প্রদায়িক অত্যাচার এবং জেহাদি হামলা ঠেকাতে বাংলা এবং কেরলের ১৮ বছরের তরুণ-তরুণীদের জন্য সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক।