ফুল বদলান, তাহলেই আসবে বাংলায় আসল পরিবর্তন, হুগলির জনসভা থেকে হুংকার মোদির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/02/2021   শেষ আপডেট: 23/02/2021 7:02 a.m.
-

তিনি অভিযোগ করলেন, বাংলার মেয়েদের কষ্টে রেখেছে তৃণমূল সরকার

যদি ফুল বদলান তাহলেই বাংলায় আসবে আসল পরিবর্তন। হুগলির জনসভায় রাজ্য সফরে এসে এমনটাই দাবি করে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হুগলির সাহাগঞ্জে বিজেপির একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে শুরুতেই দাবি করেছেন, "বাংলা এখন বদল চাইছে। এই ব্যাপারে বাংলা মনস্থির করে ফেলেছে। যদি আপনারা ফুল বদলান, তাহলেই বাংলায় আসবে আসল পরিবর্তন।" নাম না করলেও এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকারকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন রাজ্যবাসীকে। অন্যদিকে দলের সাংসদ সৌগত রায় বলেছেন, "মোদিরা এসব বলেন। কিন্তু ওরা কি রকম পরিবর্তন এনেছে সেটা মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ কিন্তু দেখেছে। তাই বাংলার মানুষ ওরকম পরিবর্তন চায় না।"

হুগলির ডানলপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় রাজ্যের শিল্প নিয়ে কথা উঠলো। মন্ত্রী পীযুষ গোয়াল, বাবুল সুপ্রিয় থেকে শুরু করে বিজেপির রাজ্য স্তরের অনেক নেতা এদিন উপস্থিত ছিলেন মঞ্চে। তাদের সকলের বক্তব্য ছিল রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়ে। ঠিক একই কথা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়। তিনি বললেন, "স্বাধীনতার আগে বাংলা অন্য রাজ্য থেকে এগিয়ে ছিল। কিন্তু স্বাধীনতার পরে যারা বাংলা শাসন করছেন তারা বাংলার এই হাল বানিয়ে রেখেছেন। এখানে রাজ্যের গ্রামে গ্রামে প্রকল্পের টাকা পৌঁছায় না। এখানে দেদার তোলাবাজি চলে। তাই তৃণমূল নেতাদের অর্থ দিনের পর দিন বেড়েই চলে। আর অন্যদিকে সাধারণ মানুষ গরিব থেকে আরো গরীব হতে শুরু করে।"

পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃণমূলের এবারের নির্বাচনী স্লোগান "বাংলা নিজের মেয়েকে চায়" নিয়ে কটাক্ষ করলেন। হুগলি জনসমাবেশ থেকে তিনি অভিযোগ করলেন, বাংলার মেয়েদের কষ্টে রেখেছে তৃণমূল সরকার। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই নতুন স্লোগান উদ্বোধন করে বলেছিলেন, "এই শ্লোগান এর মধ্য দিয়ে বাংলার সমস্ত মানুষের কাছে তৃণমূলের কর্মীরা পৌঁছে যাবেন। আমাদের কর্মীরা বাংলার সংস্কৃতি, ঐতিহ্য উপলব্ধি করেছেন।" এ দিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি তৃণমূলের এই শ্লোগানকে কটাক্ষ করে রাজ্যের পানীয় জলের সমস্যা নিয়ে পাল্টা মন্তব্য করলেন। তিনি বললেন রাজ্যের কোথাও ঠিক করে পানীয় জল পৌঁছায় না। এইভাবে বাংলার মেয়েদের কষ্টে রাখছে তৃণমূল সরকার।