আমগাছে ঝুলিয়ে খুন তৃণমূল বুথ সভাপতিকে, ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমানে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 25/02/2021   শেষ আপডেট: 25/02/2021 5:25 a.m.
তৃণমূল-বিজেপি

সন্দেহের তীর বিজেপির দিকে গেলেও স্থানীয় নেতারা ঘটনার দায় অস্বীকার করেছে

একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পুরনো ভোট প্রচারের উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। কিন্তু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যজুড়ে রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে। এবার পূর্ব বর্ধমানের তৃণমূল বুথ সভাপতির ঝুলন্ত দেহকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল বুথ সভাপতি গৌতম ঘোষ মঙ্গলবার রাত এগারোটা নাগাদ শেষ বাড়ির লোকের সাথে যোগাযোগ করে। তারপর গোটা রাত্রে বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করা হয় এলাকায়। তারপর বুধবার সকালে বসন্তবাটি মসজিদতলায় আমগাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ পাওয়ার খবরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। বর্ধমান মেমারি রোডে দফায় দফায় বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। তারা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করে। এই প্রসঙ্গে তৃণমূলের দাবি যে তাদের বুথ সভাপতিকে দীর্ঘদিন ধরে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তিনি তাতে রাজি না হওয়ায় তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। অন্যদিকে বিজেপি ঘটনার দায় অস্বীকার করেছে। বর্ধমান মেমারি রোডে তৃণমূল কর্মীরা রাস্তা অবরোধ করলে বিরাট পুলিশবাহিনী নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।