রান্নার গ্যাসের দাম ৪০০ টাকা নাহলে আমরা আরো বড়ো আন্দোলনে যাবো, হুশিয়ারি মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 26/02/2021   শেষ আপডেট: 26/02/2021 6:14 a.m.
স্কুটারে মমতা twitter@aitc official

তিনি বলেছেন, "এই মূল্যবৃদ্ধির পিছনে একটি বড়ো খেলা আছে।"

পেট্রোলের মূল্যবৃদ্ধির বিরোধিতা করে এদিন অভাবনীয় প্রতিবাদ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি সকালে নবান্ন গিয়েছিলেন ইলেকট্রিক স্কুটার করেই। সন্ধ্যায় বাড়িতে ফিরলেন সেই ইলেকট্রিক স্কুটার করেই। তবে স্কুটার থেকে নেমেই তিনি কেন্দ্রকে হুঁশিয়ারি দিলেন, "রান্নার গ্যাসের দাম যদি কমিয়ে ৪০০ টাকা না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবো আমরা।" পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা। তিনি বলেছেন, "আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৫০ শতাংশ কমে গিয়েছে। কিন্তু আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম প্রায় দ্বিগুণ। এর পিছনে নিশ্চয়ই কোন একটা রহস্যের বড় খেলা রয়েছে। আর এই খেলা ঢাকবার জন্য মাঝেমধ্যেই মিথ্যা কথা বলছেন জনতার সাথে বিজেপি নেতারা। একটা বাড়িতে দুটো গ্যাস লাগে। একটা গ্যাসের দাম ৮২৫ টাকা। অর্থাৎ দুটো গ্যাসের মোট দাম হবে ১৬৫০ টাকা। তাহলে সেই ব্যক্তি খাবে কি আর রাস্তায় যাতায়াত করবে কি?"

তিনি আরো বলেছেন, "আগে কেন্দ্রীয় সরকার কেরোসিনের জন্য ৪০০০ টাকা ভর্তুকি দিত, কিন্তু এখন বাজেটে সেটাও প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ রাজ্যে ২ কোটি মানুষ কেরোসিন তেলের উপর নির্ভরশীল। তারা কেরোসিন তেল পাচ্ছেন না। বরং তাদের বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। কেরোসিন তেলের দাম কেন বাড়লো সেই বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি। ডিজেলের দাম কেন বাড়লো তারপরে উত্তর নেই, একটা ধান্দাবাজ এবং দুর্নীতিবাজ সরকার হল বিজেপি সরকার।"