আইএসএফ প্রার্থীকে ভোট দেবেন? চিনে নিন চিহ্নটা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/03/2021   শেষ আপডেট: 09/03/2021 9:57 a.m.
আব্বাস সিদ্দিকী ~ Twitter

মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়নি এখনো, আগেভাগেই আব্বাসদের প্রতীক দিল কমিশন

বাংলার বিধানসভা নির্বাচনে একেবারে নতুন ও তরুণ মুখ সমৃদ্ধ সম্পূর্ণ নতুন দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট যার সুপ্রিমো হলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। তাদের প্রথম বছরের নির্বাচনী দৌড়ে তারা বাম ও কংগ্রেসের জোটসঙ্গী হয়েছেন এবং ৩৭ টি আসন তাদের লড়াই করার জন্য ছেড়েছে বাম কংগ্রেস। কোনো বিশেষ প্রতীক না পাওয়ায় মনোনয়ন পত্র পেশ করতে পারছিলেননা আব্বাস সিদ্দিকীরা। তবে এবার মনোনয়নপত্র পেশ করার শেষ দিনের আগের দিনই আইএসএফকে প্রতীক দিল নির্বাচন কমিশন। আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের প্রতীক হতে চলেছে 'খাম' - চিহ্ন।

নির্বাচনের নিয়মানুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া সম্পূর্ণ হবার পরই একটি প্রতীক দেওয়া হয় যেকোনো নতুন ও আনরেজিস্টার্ড দলকে। তবে আব্বাসদের ক্ষেত্রে কিছুটা চমক দিল কমিশন। আজই আনুষ্ঠানিকভাবে এই খাম-প্রতীক আইএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। অতএব, এবার সংযুক্ত মোর্চায় বামেদের কাস্তে হাতুড়ি আর কংগ্রেসের হাত চিহ্নের সাথে জুড়ে গেল সেক্যুলার ফ্রন্টের খাম চিহ্নও।