প্রচারে গিয়ে পায়ে চোট, মমতাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/03/2021   শেষ আপডেট: 10/03/2021 7:09 p.m.
মমতা বন্দ্যোপাধ্যায় twitter @BanglarGorboMB

পায়ে গুরুতর চোট নিয়ে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন মমতা

নন্দীগ্রামে প্রচারে গিয়ে এবারে আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে গুরুতর চোট নিয়ে এবার তিনি ফিরে আসছেন কলকাতায়। নন্দীগ্রামের রেয়াপাড়া একটি মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় তাকে ধাক্কা দিলে চার-পাঁচজন ফেলে দেয় বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর মাথায় এবং পায়ে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, প্রচার মাঝপথে বন্ধ রেখেই ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই ঘটনায় বিজেপির যোগসাজশের অভিযোগ উঠেছে তৃণমূলের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন, "ভিড়ের মধ্যে ৪-৫ জন বাইরে থেকে ঢুকে পড়ল এবং আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারা হয়েছে। এর পিছনে ষড়যন্ত্র ছিল।"

সম্প্রতি আজকেই নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি নন্দীগ্রামের বেশ কয়েকটি মন্দির দর্শন করতে গিয়েছিলেন বিকেলবেলা। এছাড়া রেয়াপারায় তিনি একটি বাড়ি ভাড়া নিয়ে রয়েছেন। সেখানে একটি মন্দিরের হরিনাম সংকীর্তন শুনতে যাবার সময় ভিড়ের মধ্যে থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ভিড়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ থুবরে পড়ে যান। বাঁ পায়ে আঘাত লাগে। ঘটনাস্থলে পুলিশের কেউ ছিল না বলে অভিযোগ। তাই মমতার দেহরক্ষীরা তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তারপর পায়ে এবং পিঠে অসম্ভব যন্ত্রণা অনুভব করার সঙ্গে সঙ্গে থেকে কলকাতায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল।