উত্তর দিনাজপুর থেকে উদ্ধার ১.৩ কোটি টাকার ব্রাউন সুগার, বাজেয়াপ্ত বাইক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/01/2021   শেষ আপডেট: 06/01/2021 3:37 p.m.

ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার আবেদন জানিয়ে এদিন রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ

মাদক পাচারের নতুন করে বড় সড় সাফল্য পেলো পশ্চিমবঙ্গ পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়া অঞ্চল থেকে উদ্ধার করা হলো প্রায় ১ কেজি ২৫০ গ্রাম ওজনের ব্রাউন সুগার। ঘটনায় মোটরবাইক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার আবেদন জানিয়ে এদিন রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ। চোপড়া থানার পুলিশ বর্তমানে ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে।

সম্প্রতি উত্তরবঙ্গে বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে পাচার চক্র। উত্তরদিনাজপুর হয়ে এইসব মাদক হাতবদল হয়ে চলে যাচ্ছিল শিলিগুড়িতে। এই খবর পুলিশের কাছে আসা মাত্রই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেইমতো এই দিন বেশ কয়েকজন পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল। দুপুরবেলা এক ব্যক্তি এখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলেন। সেই মুহূর্তে পুলিশ তাকে ধাওয়া করে তার কাছ থেকে এই মাদক উদ্ধার করে। জানা গিয়েছে এই মাদকের বর্তমান বাজারমূল্য প্রায় ১.৩০ কোটি টাকার ওপরে।