ভোটের আগে নদীতীরে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, উত্তপ্ত লালমাটি অঞ্চল

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/03/2021   শেষ আপডেট: 16/03/2021 3:56 p.m.
তৃণমূল-বিজেপি

বীরভূমের ইলামবাজারে শাল নদীর ধার থেকে উদ্ধার হয়েছে এক বিজেপি কর্মীর দেহ

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততোই রাজ্যজুড়ে খবরের শিরোনামে আসছে রাজনৈতিক হিংসার ঘটনা। এবার বীরভূমের ইলামবাজারের শাল নদীর ধার থেকে উদ্ধার হলো এক বিজেপি কর্মীর মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দিন উত্তপ্ত রইল বীরভূম। জানা গিয়েছে ওই মৃতের নাম বাপি আঁকুড়ে। সে গতকাল অর্থাৎ সোমবার সকাল ১১ টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর থেকে সে আর বাড়ি না ফেরায় রাতে লোকজন তাকে খুঁজতে বেরোয়। তারপর অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার মৃতদেহ নদীর তীর থেকে উদ্ধার হয়। ইলামবাজারের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মৃতদেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে।

স্থানীয় এক বিজেপি নেতা দাবি করেছেন, "বাপি এলাকার সক্রিয় বিজেপি কর্মী ছিল। সে এলাকার মধ্যে বেশ জনপ্রিয় ছিল এবং কারুর দরকারে সে মুক্তমনে ঝাঁপিয়ে পড়তো। তাকে খুন করেছে তৃণমূল সমর্থকরা। বিজেপি সক্রিয় কর্মীকে খুন করে গেরুয়া শিবিরের মনোবল ভেঙে দিতে চায় তৃণমূল।" অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ইলামবাজার এলাকার তৃণমূল ব্লক সভাপতি বলেছেন, "এই খুনের ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এর সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।"