বিজেপি কর্মীকে পিটিয়ে খুন তুফানগঞ্জে, অভিযোগ শাসকদলের দিকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/11/2020   শেষ আপডেট: 18/11/2020 10:44 p.m.
নিহত কালাচাঁদ কর্মকার।

"অহংকারী শাসক" কে যোগ্য জবাব দেবে মানুষ, জানান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

কোচবিহারে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অসম সীমানা লাগোয়া তুফানগঞ্জের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের পূর্ব শিকারপুরে ঘটনাটি ঘটে। নিহত কালাচাঁদ কর্মকার বিজেপির বুথ কমিটির সম্পাদক। শাসকদল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। কালীপুজো কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষের মধ্যে প্রাণ হারান ওই ব্যাক্তি। সূত্রের খবর,নিহত ওই ব্যাক্তিকে বাঁশ দিয়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুষ্কৃতিরা। তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই খুন করেছে কালাচাঁদ কে। একই অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি মালা রায়ও। এই ঘটনায় তীব্র নিন্দা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। তিনি জানান, কালাচাঁদ কর্মকার হত্যা তদন্ত নিয়ে কোন পদক্ষেপ নেয়নি পুলিশ। আগামী নির্বাচনে 'অহংকারী শাসক' কে যোগ্য জবাব দেবে মানুষ। তবে তৃণমূল নেতা আব্দুল জলিল জানান, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। দুই ক্লাবের সংঘর্ষের ফলে এমনটা হয়েছে।