শ্লীলতাহানি অভিযুক্তকে মনোনয়নপত্র জমা দিতে বাধা জেলা সভাপতির, পাল্টা আত্মহত্যার হুমকি বিজেপি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/03/2021   শেষ আপডেট: 27/03/2021 8:30 p.m.
facebook.com/গলসি-বিধানসভার-প্রতিনিধি-তপন-বাগদি-103701605143836

তপন বাগদি পূর্ব বর্ধমানের গলসীর বিজেপি প্রার্থী হয়েছেন

বাংলা বিধানসভা নির্বাচনের প্রথম দফা নির্বাচন সম্পন্ন হল আজ অর্থাৎ শনিবার। বেশ কিছুদিন আগে ১৭ মার্চ বিজেপি তাদের সমস্ত প্রার্থীর তালিকা ঘোষণা করে দিয়েছিল। সেই তালিকায় পূর্ব বর্ধমান গলসি বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছিল তপন বাগদিকে। তিনি তার নাম প্রার্থী তালিকাতে আসার পর থেকে পুরোদমে ভোট প্রচারে মাঠে নেমে পড়ে। তিনি বাড়ি বাড়ি গিয়ে গেরুয়া শিবিরের হয়ে প্রচারে ঝড় তোলেন। কিন্তু এরইমাঝে আগামীকাল অর্থাৎ ২৬ মার্চ তপন বাগদিকে ডেকে পাঠায় বর্ধমানের বিজেপি জেলা সভাপতি সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং ভোট থেকে পদপ্রার্থী হিসেবে সরে দাঁড়ানোর নির্দেশ দেন। আসলে এই বিজেপি প্রার্থী তপন বাগদির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে নারাজ বিজেপি প্রার্থী তপনবাবু।

তপনবাবু যেমন একদিকে প্রার্থী পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেছে, ঠিক তেমন হুমকি দিয়েছে যে তাকে মনোনয়ন পত্র জমা দিতে বাধা দেওয়া হলে সে বিজেপি কার্যালয়ে গিয়ে আত্মহত্যা করবে। তিনি ঘটনা প্রসঙ্গে বলেছেন, "বহু প্রার্থীর বিরুদ্ধে নানারকম অভিযোগ আছে। অনেকের বিরুদ্ধেই মামলা চলছে। কিন্তু তারা যদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে আমি কেন পারব না।" এছাড়াও তিনি বলেছেন, "কেন্দ্রীয় নেতারা ঠিক মনে করেছেন বলেই আমার উপর দায়িত্ব দিয়েছেন। আমি এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য নেতাদের সাথে কথা বলেছি এবং কেন্দ্রে চিঠি পাঠিয়েছি। যদি মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আমায় কেউ বাধা দেয় তাহলে আমি বিজেপি কার্যালয়ে গিয়ে আত্মহত্যা করব।"