ভোট ঘোষণার পরও চশমা বিলি, দেগঙ্গায় চাপের মুখে মমতার স্বপ্নের প্রকল্প চোখের আলো

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/03/2021   শেষ আপডেট: 06/03/2021 4:46 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

বিজেপির অভিযোগ, ভোটের আগে তৃণমূল সরকার এভাবেই মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছেন

চোখের আলো প্রকল্প নিয়ে দেগঙ্গায় আবারো চশমা বিলিকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক বিতর্ক।বিজেপির তরফ এ জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক এর কাছে এই মর্মে অভিযোগ জানানো হয়েছে। এই অভিযোগ বর্তমানে প্রশাসন খতিয়ে দেখার ব্যবস্থা গ্রহণ করেছে। যদিও এলাকার স্বাস্থ্য কর্তা দাবি করেছেন, গত কয়েক বছরে এই প্রকল্প চলছে। তাই যদি কোনো উন্নয়নমূলক কাজ করা হয় তাহলে গরীব মানুষের হাতে ওই চশমা তুলে দেওয়া একটি অন্যতম উন্নয়নমূলক কাজ হতে চলেছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, চোখের আলো প্রকল্পে ১৮ বছর পর্যন্ত স্কুল পড়ুয়া এবং ৪০ এর ঊর্ধ্বের মানুষদের চোখ পরীক্ষা করে চশমা তাদেরকে দেওয়া হবে।

কিন্তু ভোট ঘোষণার আগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে ক্যাম্প করে স্বাস্থ্য দপ্তর এর মাধ্যমে চোখ পরীক্ষা করা হয়েছিল। জানা যাচ্ছে বৃহস্পতিবার তাদের চশমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ চশমা নেওয়ার জন্য ভিড় করেন।তবে বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় বলেছেন, "এই সরকার সারা বছর মানুষের জন্য কিছু করে না। নির্বাচন বিধি চালু হওয়ার পরে কোথাও গিয়ে সাইকেল দেয়, আবার কোথাও চশমা বিলি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। তৃণমূল এই ভাবে ভোটে জিততে পারবেনা। আমরা জেলা শাসকের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছি।" দেগঙ্গার বিডিও সুব্রত মল্লিক, অভিযোগ প্রমাণিত হলে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।