চড়ার ধাক্কায় মাঝ নদীতে ডুবল বাংলাদেশী বার্জ, উদ্ধার ১৩ নাবিক

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/11/2021   শেষ আপডেট: 04/11/2021 3:31 p.m.
By © Jorge Royan / http://www.royan.com.ar, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=16244318

রাতের অন্ধকারে দিকভ্রষ্ট হওয়াতেই ঘটেছে এমন কাণ্ড, অনুমান পুলিশের

পন্য নিয়ে হলদিয়া থেকে বাংলাদেশে যাচ্ছিল এক বার্জ। তবে মাঝপথেই ঘটল দুর্ঘটনা। যার জেরে মাঝ নদীতেই ডুবে গেল পণ্যবাহী বার্জটি। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে। যদিও ডুবতে থাকা বার্জের নাবিকদের চিৎকার শুনে সাগর থাকায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। ২ টি পুলিশ ট্রলার ঘটনাস্থলে গিয়ে সকল নাবিকদের সুরক্ষিতভাবে উদ্ধার করেন।

সূত্রের খবর, গতকাল রাতে বাংলাদেশী পণ্যবাহী বার্জ এমভি বাংলার শান্তি, ফ্লাই অ্যাশ নিয়ে হলদিয়া থেকে বাংলাদেশ যাচ্ছিল। রাত আটটা নাগাদ হুগলী নদীর ঘোড়ামারা দ্বীপের কাছে এক চড়ায় ধাক্কা লেগে আচমকাই ডুবতে শুরু করে বার্জটি। পরিস্থিতি আন্দাজ করে বার্জের ভিতরে থাকা নাবিক-নৌকাকর্মীরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের নৌকার মৎস্যজীবীরা দ্রুত খবর দেন সাগর থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে দুটি ট্রলার পাঠায় সাগর থানার পুলিশ। তাঁদের তৎপরতায় বার্জের ১৩ জন নাবিককে উদ্ধার করা হয়। তবে বার্জটিকে বাঁচানো যায়নি। সেটি তলিয়ে গেছে নদীতে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, রাতের অন্ধকারে দিকভ্রষ্ট হওয়ার ফলেই ঘটেছে এমন কাণ্ড।