বম্বে হাইকোর্টে জামিন নাকচের পর সুপ্রিম কোর্টের দারস্থ হলেন অর্ণব গোস্বামী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/11/2020   শেষ আপডেট: 10/11/2020 8:05 p.m.
-twitter

গত শনিবার দায়রা আদালতে আবেদন জামিনের আবেদন করেন অর্ণব

ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক ও তাঁর মা কুমুদ নাইক কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গত ৪ই নভেম্বর অর্ণব গোস্বামী কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে আলিবাগ পুলিশ। গ্রেফতারির পর বম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানালে তা খারিজ হয়ে যায়। এবার তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ইন্ডিয়ান রিপাবলিক টিভির মুখ্য সম্পাদক অর্ণব গোস্বামী।

গ্রেফতারের পর তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়। সেখান থেকে গত ৮ই নভেম্বর কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয় অর্ণবকে। এই সেন্টারে অর্ণব অন্যের মোবাইল থেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ব্যবহার করে বলে অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেইখান থেকে আবার তালোজা জেলে স্থানান্তরিত করা হয়। বম্বে হাইকোর্ট অর্ণবের জামিন নাকচ করার পাশাপাশি জামিনের জন্য দায়রা আদালতে অ্যাপিল করতে পারে বলে জানায় হাইকোর্ট। শনিবার দায়রা আদালতে জামিনের আবেদন করে অর্ণব গোস্বামী।