পুজোমন্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/10/2020   শেষ আপডেট: 19/10/2020 4:58 p.m.
-

ভিড় সামলাতে প্রতিটি মন্ডপই 'কনটেইনমেন্ট জোন'

চলতি বছরে পশ্চিমবঙ্গে দুর্গাপুজো উদাযাপনের বিরুদ্ধে করা জনস্বার্থ মামলায় শেষমেশ রায় দিল কলকাতা হাইকোর্ট। আজ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পুজোমন্ডপের সংশ্লিষ্ট অঞ্চল 'কনটেইনমেন্ট জোন' হিসেবে ঘোষণা করে দর্শনার্থীদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। আরও স্বচ্ছতার জন্য পুজো মন্ডপগুলির সামনে রাখা থাকবে 'নো এন্ট্রি' বোর্ড।

কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এদিন বলা হয় দুর্গাপুজোর আগেই উৎসবের আমেজ এবং মানুষের ভিড় থেকে পরিষ্কার যে, কড়া ব্যবস্থা না-নিলে রাজ্যে ভয়ঙ্কর রূপ নিতে পারে করোনা সংক্রমণ। রাজ্যের তরফে ভিড় সামলানোর জন্য ৩০ হাজার অতিরিক্ত পুলিশকর্মী নিয়োগের দাবী করা হলেও, হাইকোর্ট জানিয়েছে, ভিড় সামলানোর একমাত্র উপায় পুজো উদ্যোক্তা ছাড়া বাইরের কোন দর্শনার্থীর পুজো মন্ডপে প্রবেশের অনুমতি না-দেওয়া। সূত্রের খবর, পুজোর পর নিয়মশৃঙ্খলা পালন সম্বন্ধীয় বিশদ রিপোর্ট আদালতে জমা দেবে রাজ্য।