পুজো মিটতেই ভোট, ২৩ তারিখ থেকেই প্রচারে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/10/2021   শেষ আপডেট: 17/10/2021 1:52 p.m.
অভিষেক বন্দ্যোপাধ্যায় Twitter

৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা- এই চার কেন্দ্রের উপনির্বাচন

পুজো মিটতেই ভোট। ফের আভাস দিল জেলা তৃণমূল। এ মাসের শেষেই অর্থাৎ ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা- এই চার কেন্দ্রের উপনির্বাচন। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পুজোর মধ্যে প্রচার না করতে। সেই মতোই বন্ধ ছিল প্রচার পর্ব। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত কোনও প্রচারসূচি রাখা হয়নি। শুধু চলেছে জনসংযোগ। তবে সব ঠিক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার প্রচার ২৩ অক্টোবর থেকে শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সব মিলিয়ে প্রস্তুতি চূড়ান্ত করার পর্ব শুরু হয়ে গিয়েছে। দলের তরফে জানানো হয়েছে, ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রচার। প্রথমেই খড়দহ, তারপর ওইদিনই গোসাবা। এর পর সম্ভবত ২৫ তারিখ দিনহাটা। এবং ২৬ তারিখে যাওয়ার কথা শান্তিপুর।