বিরল রোগে আক্রান্ত শিশু, জন্মের ১৮ দিন পর শ্বাস নিল শিশু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/10/2021   শেষ আপডেট: 04/10/2021 4:21 p.m.
twitter.com/ranapix/

শিশুকে নতুন জীবন দিল বি সি রায় শিশু হাসপাতালের বিশেষজ্ঞদের টিম

জন্মের পর শ্বাস করছে না শিশু। ফুসফুসটাই যে অকেজো। মারণ এ অসুখের নাম, কনজিনিটাল লোবার এমফিসেমা। চিকিৎসা বিজ্ঞান বলছে, প্রতি ৩০ হাজারে একজন মাত্র শিশু এমন ত্রুটিযুক্ত ফুসফুস নিয়ে ভূমিষ্ঠ হয়। কাজেই, এমন অসুখ সত্যিই বিরল। তাই দিশেহারা হয়ে পূর্ব মেদিনীপুরের বাজকুলের ১৮ দিনের শিশুকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরছিল পরিবার। বেসরকারি হাসপাতাল আশা দিলেও, হাতে নেই অত টাকা। এরপর ফুসফুসের মিডল লোব বাদ দিয়ে শিশুকে নতুন জীবন দিল বি সি রায় শিশু হাসপাতালের বিশেষজ্ঞদের টিম।

সম্পূর্ণ অস্ত্রোপচারে সময় লেগেছে দেড় ঘণ্টা। বি সি রায় হাসপাতালের অস্ত্রোপচার টিমে ছিলেন প্রফেসর বিদ্যুৎ দেবনাথ, শিশু শল্য চিকিৎসক ডা. সুজয় পাল, ডা. এস হালদার, অ্যানাস্থেটিস্ট ডা. ডি মিত্র, ডা. পি বরাই।

বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের শিশু শল্য বিভাগের চিকিৎসক ডা. সুজয় পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ফুসফুসের মূলত তিনটি লোব। কোনও একটির কাজ ব্যাহত হলেই ফুসফুসের স্বাভাবিক কাজ বন্ধ হয়ে যায়। এই শিশুটির ডানদিকের মাঝখানের অংশটিতে হাওয়া ঢুকছিল। কিন্তু বেরোতে পারছিল না। যার ফলে বেলুনের মতো শুধু ফুলতেই থাকছিল ফুসফুসটি। ডানদিকের অংশটি ক্রমশ বড় হতে হতে বাঁ দিকের অংশটিকে চেপে দিয়েছিল।"