১৫% বেতন বৃদ্ধি ব্যাঙ্ক কর্মচারীদের, সরকারের দীপাবলির উপহার

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 12/11/2020   শেষ আপডেট: 12/11/2020 2:59 p.m.

উপকৃত হবেন প্রায় ৮ লক্ষ ৫০ হাজার কর্মচারী

দীপাবলির আগেই দেশজুড়ে সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বড়সড় সুখবর। দেশের প্রায় ৮ লক্ষ ৫০ হাজার ব্যাঙ্ক কর্মচারীর ১৫% বেতন বাড়তে চলেছে খুব শীঘ্রই। ব্যাঙ্ক কর্মী ইউনিয়ন ও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এবং আইবিএ ইউনিয়নের মধ্যে একাদশতম আলোচনার পর সাক্ষরিত চুক্তির ভিত্তিতে এই বেতন বৃদ্ধি বলে সুত্রের খবর।

প্রায় তিন বছর ধরে চলে আসা দেশের ব্যাঙ্ককর্মীদের বেতন বৃদ্ধির বিতর্কিত সমস্যার নিষ্পত্তি ঘটতে চলেছে অবশেষে। এই সমস্যার নিষ্পত্তি করতে প্রাথমিকভাবে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (ইউএফবিআই) ও ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ)-র মধ্যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাক্ষরিত হয়েছিল। এই মূহুর্তে কোভিড মহামারীর প্রভাবে ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব সরাসরিভাবে কর্মীদের মজুরি বৃদ্ধিতে পড়বে বলে ধারণা অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের।

প্রাক-দীপাবলি উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় স্বভাবতই খুশির হাওয়া দেশের ব্যাঙ্ককর্মীদের মধ্যে।