২ ডোজ ভ্যাকসিন নিয়েও রক্ষা নেই! ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত এক মহিলা, উদ্বেগে বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/06/2021   শেষ আপডেট: 27/06/2021 4:16 p.m.

রাজস্থানের এক মহিলা করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন

গত বছরের মার্চ মাসের শুরু থেকেই ভারতের বুকে করোনা ভাইরাস (Corona Virus) সংক্রমনের করাল ছায়া পড়েছিল। চলতি বছরের শুরুতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও কিছুদিন আগে সংক্রমনের দ্বিতীয় ঢেউ ভারতের বুকে আছড়ে পড়ে এবং দেশবাসীর জীবন অতিষ্ঠ করে তোলে। তবে এর মাঝেই জোর কদমে চলছিল টিকাকরন প্রক্রিয়া। অনেকেরই দুই ডোজ টিকা নেওয়া হয়ে গেছে। সেইসাথে একাধিক রাজ্যে লকডাউন এবং কড়া বাধানিষেধের জন্য দ্বিতীয় ঢেউয়ের প্রভাব অনেকটাই কমে গেছে। কিন্তু নতুন আতঙ্ক সৃষ্টি করেছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট (Delta plus varient)। সম্প্রতি এটি অনেকের শরীরেই দেখা মিলছে। তবে রাজস্থানের (Rajasthan) এক মহিলা দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরও করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, বিকানিরের ওই মহিলা কিছুদিন আগেই করোনার হাত থেকে মুক্তি পেয়েছিলেন। তারপর সে ২৮ দিনের ব্যবধানে কো-ভ্যাক্সিন টিকাও নিয়েছিলেন। কিন্তু তার শরীরে অ্যান্টিবডি হার মানলো ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের কাছে। এই খবর জনসমক্ষে আসতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের।

রাজস্থান বিকানিরের ওই মহিলার নমুনা জিনোম টেস্টের জন্য গত ৩০ মে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেই টেস্টের রিপোর্ট আসে গত শুক্রবার। তার থেকেই জানা যায় ওই বৃদ্ধা ডেল্টা প্লাসে আক্রান্ত। আপাতত তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ওই মহিলা যে অঞ্চলে বাস করেন, সেই অঞ্চলের প্রত্যেক মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তাদের সংস্পর্শে যারা এসেছে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে ওই বৃদ্ধার এখনও অব্দি কোন উপসর্গ দেখা যায়নি।